দিলীপকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তথাগত-তরুণজ্যোতির লড়াই!

২০২১ সালে প্রার্থী বাছাইয়ের সময় যে কুকীর্তি কৈলাস-দিলীপ-শিবপ্রকাশ-অরবিন্দ টিম করেছিল, তার মাশুল এখনও দল দিয়ে যাচ্ছে।

March 12, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দে‍ওয়ার পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন, ‘আশ্চর্য হওয়ার কিছু নেই (তাপসী মণ্ডলের দল বদলে)। ২০২১ সালে প্রার্থী বাছাইয়ের সময় যে কুকীর্তি কৈলাস-দিলীপ-শিবপ্রকাশ-অরবিন্দ টিম করেছিল, তার মাশুল এখনও দল দিয়ে যাচ্ছে। আশা করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবার শুধরোবে।’

আর তথাগত রায়ের সেই পোস্টেই জবাব দেন বিজেপি নতুন প্রজন্মের নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি লেখেন, ‘কোথাও একটু ভুল হচ্ছে এবং এই ক্ষেত্রে আপনার বক্তব্যের সাথে সহমত হতে পারলাম না দাদা। ২০২১ নির্বাচনে প্রার্থী বাছাই এর ক্ষেত্রে দিলীপ ঘোষদার কথা শোনা হয়েছিল? কাদের কথায় টিকিট হয়েছিল আপনি জানেন তো। ১৪৮ জন দলবদলুকে টিকিট কার কথায় দেওয়া হয়েছিল? তৃণমূলের সব নেতাকে নেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করেছিল তাদের সাথে কি হয়েছিল? শুভেন্দুদা ব্যতিক্রমী, তিনি লড়াই করে উঠে আসা একজন মানুষ এবং তার রাজনৈতিক সংগ্রাম পশ্চিমবঙ্গ জানে। শুভেন্দুদা বিজেপিতে এসে বিজেপির লাভ হয়েছে এবং বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের অন্যতম প্রভাবশালী নেতা সেটা নিয়ে সন্দেহ নেই। বাকি যারা এসেছিল – রাজীব, শোভন, ইত্যাদি ইত্যাদি তারা কোন কাজে লেগেছে? অনেক কথাই বলা যেত। আপনি অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি। ওপেন প্লাটফর্মে বলছি না কিছু।’

এরপর ফের তরুণজ্যোতিকে জবাব দেন তথাগত রায়। এবার দিলীপ ঘোষকে ট্যাগ করেন তিনি। তাতে তিনি লেখেন, ‘প্রার্থী চয়ন যে টিমটা করেছিল তারা সবাই দোষী, তার মধ্যে কৈলাসের দোষ বৃহত্তম । কিন্তু বাকিরা কি দায়িত্ব এড়াতে পারেন? এছাড়াও ‘গরুর দুধে সোনা আছে’ গোছের কথা বলে পার্টিকে হাস্যাস্পদ করাটাও ভুলে গেলে চলবে না।’ উল্লেখ্য, বঙ্গ বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ও দিলীপ ঘোষের দ্বন্দ্বের বিষয়টি বহু পুরনো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen