৪ জনের নাম দিয়ে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ। আবার জল্পনা

গত দুদিন ধরে প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের নেতাদের সঙ্গে মিটিং করেন অমিত শাহ।

March 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সত্যিই কি ভোটে দাঁড় করানোর মত যোগ্য প্রার্থী পাচ্ছে না রাজ্য বিজেপি(Bengal BJP)? এই প্রশ্ন সবার মুখে মুখে। বাড়ছে জল্পনাও। দুই দফায় ১২১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। তার মধ্যেই প্রার্থীকে না পসন্দ হওয়ার দরুন রাজ্যময় বিক্ষোভ শুরু হয়েছে অনেক কেন্দ্রেই। দাঁড় করতে হচ্ছে মন্ত্রী-সাংসদদেরও। এতটাই অভাব প্রার্থীর। বিরোধীরা এই নিয়ে ঠাট্টা-ইয়ার্কিও শুরু করে দিয়েছে।

গত দুদিন ধরে প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের নেতাদের সঙ্গে মিটিং করেন অমিত শাহ(Amit Shah)। আশা করা হচ্ছিল ২৯৪টি আসনের পূর্ণাঙ্গ তালিকা হয়ত প্রকাশ পাবে এবার। কিন্তু সেসবে জল ঢেলে দিয়ে আজ মাত্র চার জনের নামের তালিকা প্রকাশ করল বিজেপি। তার মধ্যে উল্লেখযোগ্য উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারী(Papia Adhikari)।

বিতর্ক আরো বাড়িয়ে ফের হিন্দি এবং ইংরেজিতেই প্রকাশ হল তালিকা। বাংলার নির্বাচনে বাংলা ভাষাকেই নির্বাসন দেওয়ার জন্য এর আগেও নিন্দায় হয়েছে, কিন্তু তাতে উদাসীন বিজেপির সদর দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen