আবার ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন বিজেপির ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি
March 12, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা নির্বাচনের ঠিক আগে বড়সড় ভাঙন ধরল বিজেপির(BJP) রাজ্য নেতৃত্বে। বিজেপিকে শ্রমিক বিরোধী বলে তকমা লাগিয়ে বিজেপি থেকে পদত্যাগ করলেন বিজেপির ট্রেড ইউনিয়নের রাজ্য কার্যকরী সভাপতি।
আজ তৃণমূল ভবনে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) হাত ধরে তৃণমূল কংগ্রেসে(TMC) যোগদান করলেন বিজেপি ট্রেড ইউনিয়ন মোর্চার কার্যকরী সভাপতি পবিত্র সাঁপুই, সুমিত দে, সঞ্জয় চক্রবর্তী, দিলীপ সর্দার এনাদের সাথে যোগ দিলেন জেলা নেতৃত্বের আরও ৩০ জন।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, তারা কি কোন জেলায় কিভাবে তৃণমূলের সংগঠনের সঙ্গে কাজ করবেন তা আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেনের সঙ্গে আলোচনার সাপেক্ষে ঠিক হবে।