বিজেপির অন্তর্দ্বন্দ্ব চলছেই! এবার কোন্দল হুগলিতে

নেতৃত্ব কোনও নাম নিয়েই ঐক্যমতে পৌঁছতে পারেনি।

April 19, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

অস্বস্তি কাটছে না বিজেপি শিবিরে। জনতার দরবারে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর এবার দলের অন্দরেই কোন্দলে জেরবার গেরুয়া শিবির। আর জেরে ১৭ এপ্রিল হুগলি সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হলেও ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দলের বেআব্রু দশাই প্রকট হয়েছে এই ঘটনায়। এনিয়ে দলের অন্দরে তো বটেই, রাজনৈতিক মহলেও তুমুল চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, গোষ্ঠী কোন্দলের কারণেই ওই তালিকা তুলে নেওয়া হয়েছে। এমনকী যে তালিকা ঘোষণা করা হয়েছিল, তাতে দু’টি মণ্ডলের সভাপতির পদ ফাঁকা রাখা হয়েছিল। কারণ, নেতৃত্ব কোনও নাম নিয়েই ঐক্যমতে পৌঁছতে পারেনি।

দলের অন্দরমহল থেকে আরও দু’টি ইঙ্গিত মিলেছে। দলের সাংসদ তথা রাজ্যনেত্রী লকেট চট্টোপাধ্যায় এর আগে জেলা কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। মণ্ডল সভাপতি নিয়েও তাঁর সঙ্গে জেলা নেতৃত্বের মতৈক্য হয়নি। আবার, বিভিন্ন মণ্ডলে দলের নেতা-কর্মীদের একাংশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। গোটা রাজ্যে দলের বেহাল অবস্থা, স্থানীয় স্তরে নেতৃত্বের সহযোগিতার অভাব ও গোষ্ঠীকোন্দলের কারণেই স্থবিরতা তৈরি হয়েছে দলের নিচু তলায়। এদিকে, মণ্ডল সভাপতিদের নাম প্রকাশ্যে আসতেই কোন্দল চরমে ওঠে। এমনকী বিতর্ক গড়ায় রাজ্যস্তর পর্যন্ত। এরপরেই তড়িঘড়ি ওই তালিকা তুলে নেওয়া হয়। হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, দু’টি মণ্ডলের সভাপতির নাম ওই তালিকায় ছিল না। রাজ্য নেতৃত্ব চেয়েছিল, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হোক। তাই ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। এখানে কোন্দলের কোনও বিষয় নেই। যদিও সুরেশবাবু স্বীকার করেছেন, দু’টি মণ্ডলের নাম নিয়ে ঐক্যমত না হওয়া঩য় তা প্রকাশ করা হয়নি। এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, একটা সমস্যা হয়েছে। এবিষয়ে দায়িত্বপ্রাপ্তরাই ভালো বলতে পারবেন। দীর্ঘদিন ধরেই বিজেপির সাংগঠনিক পদে বদলের প্রক্রিয়া চলছে। এনিয়ে দীর্ঘসূত্রিতার অভিযোগের মধ্যেই নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়। জেলা কমিটির নাম ঘোষণা হয় তার অনেক পরে। এই পর্বে মণ্ডল সভাপতিরদের নাম ঘোষণা হওয়ার কথা। এ নিয়েও দীর্ঘসূত্রিতার অভিযোগ ছিল জেলায়। ১৭ এপ্রিল ৩০ জনের মধ্যে ২৮ জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা হয়। তারপরই তা তুলে নেওয়ায় কোন্দলের তত্ত্বই স্পষ্ট হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen