বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক হলেন ‘দলবদলু’ শঙ্কর ঘোষ

এক সময় রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের ‘শিষ্য’ ছিলেন শঙ্কর ঘোষ।

June 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব সামলাবেন ‘দলবদলু’ শঙ্কর ঘোষ। অর্থাৎ বিজেপির পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ দুই পদই জোড়া দলবদলু নেতার দখলে থাকল।

এক সময় রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের ‘শিষ্য’ ছিলেন শঙ্কর ঘোষ। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গের এই বাম নেতা দলবদল করে ‘রামে’ নাম লেখান। সেই শঙ্কর ঘোষের কাছেই ভোটে গোহারা হন ‘গুরু’ অশোক।

২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতার পদ পান নন্দীগ্রামের বিধায়ক। কিন্তু পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে ছিলেন ‘আদ’ বিজেপি নেতা মনোজ টিগ্গা। লোকসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জেতার পর সম্প্রতি বিধায়ক পদে ইস্তফা দেন তিনি। গত সপ্তাহে রাজারহাটের একটি অভিজাত হোটেলে বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষকে পরবর্তী মুখ্য সচেতক হিসেবে মনোনীত করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen