BJP West Bengal: কাশ্মীর প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১০: পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ধাক্কা খেয়েছে জম্মু কাশ্মীরের পর্যটনশিল্প। বৃহস্পতিবারই বাংলায় এসেছিলেন জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ( Omar Abdullah)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) সঙ্গে দেখা করেন। কিন্তু তারপরই আরেক প্রস্থ বিতর্ক তৈরি হয়েছে। ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে বাঙালিদের কাশ্মীরে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর ঠিক উল্টো পথে হেঁটেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ করছেন শুভেন্দু। ভ্রমণপিপাসু বাঙালিকে যে ‘পরামর্শ’ দিয়েছেন, তার মর্মার্থ হল, কাশ্মীরের পরিবর্তে রাজ্যবাসী বরং হিমাচল প্রদেশ ঘুরতে যান। অন্যথায় প্রাণ নিয়েও টানাটানি হতে পারে। তাঁর বক্তব্য, মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা যাবেন না।
কাশ্মীর প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার এই মন্তব্যে ক্রমেই অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। সেই সময়ে বিরোধী দলনেতার এহেন মন্তব্য দলের জন্য ব্যুমেরাং হয়ে উঠবে কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। বিরোধী দলনেতার এহেন মন্তব্যে দলের বিড়ম্বনা যে বেড়েছে, তা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) কথায় স্পষ্ট। শুক্রবার দিল্লিতে শমীকবাবু বলেন, ‘ওঁনার হয়তো হিমাচল প্রদেশ বেশি সুন্দর লাগে। তবে কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়েছে। পহেলগাঁওয়ে হামলার পর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল মাত্র। তিনি কোন পরিপ্রেক্ষিতে এহেন মন্তব্য করেছেন, জানি না।’ এর পরেই কিছুটা সতর্ক হয়ে শমীক ভট্টাচার্য জানান, এই বিষয়ে দলের মধ্যে কোনও মতবিরোধ নেই।
বিধানসভা ভোটে রাজ্য বিজেপির ‘মুখ্যমন্ত্রী মুখ’ কে হতে পারেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্ভাব্য ‘মুখ’ প্রসঙ্গে শমীকবাবু বলেন, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা বা দিল্লি—কোথাও মুখ করে ভোটে লড়া হয়নি। বিজেপি হারছেই, এমন কথাও বলা হচ্ছিল। কিন্তু বিজেপির ঐতিহাসিক জয় হয়েছে। মুখ ছাড়া, মুখোশ না পরেই আমরা বাংলায় ভালো ফল করতে পারব। শুক্রবার রাতে শমীকের সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ। বৈঠকের বিষয়ে অবশ্য মুখ খোলেননি শমীকবাবু। দলীয় সূত্রে খবর, নতুন রাজ্য সভাপতিকে দ্রুত ঘর গোছানোর নির্দেশ দিয়েছেন সন্তোষ। পাশাপাশি, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে দ্রুত ‘টিম’ নিয়ে ময়দানে নামার কথাও বলেছেন তিনি।