একুশে বাংলায় নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসবে বিজেপি: অমিত শাহ
২০২১ সালের বাংলায় নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসবে বিজেপি। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন চ্যালেঞ্জই ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ।
২০২১ সালের বাংলায় নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসবে বিজেপি। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন চ্যালেঞ্জই ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ।
তাঁর কথায়, “২০২১ সালে বাংলায় নির্বাচন হবে। সেখানে আমরা পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব। বাংলায় দিন দিন রাজনৈতিক হিংসা বাড়ছে। পরিস্থিতি বদলাতে মানুষ চাইছে বিজেপি ক্ষমতায় আসুক।”
একইসঙ্গে বিহারেও বিজেপি ক্ষমতায় আসবে বলে মনে করেন বিজেপির সর্বভারতীয় নেতা। তবে নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি কোন ইস্যুকে হাতিয়ার করবে, সে সম্পর্কে কিছু জানাননি তিনি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘করোনা স্পেশ্যাল’ মন্তব্যের সমালোচনা করেন তিনি।
বিভিন্ন ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন অমিত শাহ। সময় বিশেষে দুজনই দুজনের সমালোচনা করেছেন। এমন পরিস্থিতিতে বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এই ইস্যুতে নাম না করে তৃণমূল ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি।

অমিত শাহের কথায়, “বাংলায় রাজনৈতিক হিংসা চলছে। রোজ এই হিংসা বাড়ছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। কোনও কোনও রাজনৈতিক দল এই হিংসায় মদত জোগাচ্ছে। এই পরিস্থিতিতে বদল আসা দরকার।” একই ইস্যুতে কেরল সরকারকেও তুলোধোনা করেন তিনি। তাঁর কথায়, “রাজনৈতিক হিংসা রাজ্যগুলিকে পিছিয়ে দিচ্ছে। উন্নতিতে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি বদলে উন্নয়ন আনতে পশ্চিমবঙ্গবাসী চাইছে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসুক।”
অমিত শাহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য আসলে বিভিন্ন রাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিক, যাঁরা দেশের উন্নয়নের কাজে হাত লাগাচ্ছেন, তাঁদের অপমান করা হচ্ছে। বিভিন্ন রাজ্য সসম্মানে তাঁদের শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসছে। দায়িত্ব নিচ্ছে। কিন্তু বাংলা অপমান করছে তাঁদের।”