যদুবংশের মতো ধ্বংস হবে বিজেপি, বিস্ফোরক সৌগত রায়

মঙ্গলবার বিজেপি’র ভার্চুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে যান রূপা। বৈঠকে সে সময় ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মতো শীর্ষ নেতারা।

December 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রূপা গঙ্গোপাধ্যায়ের (Rupa Ganguly) বিদ্রোহ পুরভোটের (KMC Election) আগে অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে (BJP)। তৃণমূলের বক্তব্য, ‘মহাভারতের মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে বিজেপিতে। এ বার যদুবংশের মতো ধ্বংস হয়ে যাবে বিজেপি।’ নয়াদিল্লিতে এই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (TMC MP SougataRoy)।

মহাভারতের যুদ্ধের পর শুরু হয় মুষল পর্ব। সেই পর্বে যদুবংশের সদস্যরা একে অন্যের বিরুদ্ধে লড়াই শুরু করে। শেষে যদুবংশ একেবারে ধ্বংস হয়ে যায়। পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর যে বিদ্রোহ বিজেপিতে শুরু হয়েছে, তাকে সেই মুষল পর্বের সঙ্গেই তুলনা করেছেন সৌগত রায়।

মঙ্গলবার বিজেপি’র ভার্চুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে যান রূপা। বৈঠকে সে সময় ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মতো শীর্ষ নেতারা। মনোনয়নপত্র দ্রুত জমা দেওয়ার ব্যাপারে ওই বৈঠক ডাকা হয়েছিল। সূত্রের খবর, সেখানে প্রার্থী তালিকা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রূপা। এক সময় ‘এ সব ফালতু বৈঠকে আমাকে ডাকা হয় কেন’ এই কথা বলে বৈঠক ছেড়ে বেরিয়ে যান রূপা। এরপরই দলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেন তিনি, যা নিয়ে বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। রূপা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থী ঠিক করার অভিযোগ এনেছেন।

সৌগত রায়ের দাবি, ঘনিষ্ঠ এক বিজেপি নেতাও ব্যক্তিগত ভাবে টাকার বিনিময়ে প্রার্থী পছন্দ করার বিষয়টি তাঁর কাছে কবুল করেছেন। তাঁর কথায়, তিনি একজন অত্যন্ত ‘রেসপনসিবল’ বিজেপি নেতা। এর আগেও বিজেপি নেতা তথাগত রায় একাধিক বার টুইট করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কখনও নারী, কখনও টাকায় জড়িয়ে পড়েছে বিজেপি, এমন বিস্ফোরক অভিয়োগ করেছেন তথাগত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen