‘ছাব্বিশে পঞ্চাশ পেরোবে না BJP’, অপরাজিতা বিল থেকে SIR, ছাত্র পরিষদের মঞ্চ থেকে BJP-কে আক্রমণ অভিষেকের

রাজ্যের পাশ করা অপরাজিতা বিল প্রসঙ্গে আক্রমণ শানান অভিষেক।

August 28, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: আজ, বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বাংলার শাসক দলের সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর
চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের পাশ করা অপরাজিতা বিল প্রসঙ্গে আক্রমণ শানান অভিষেক। তিনি বলেন, ‘‘আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এক দিনে করেছে, মোদীর অধীনে থাকা সিবিআই এক বছরেও তা করতে পারেনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অপরাজিতা বিল রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল, যাতে ভবিষ্যতে এই ধরনের জঘন্য, নারকীয় ঘটনা রোখা যায়। কিন্তু আজ এক বছর কেটে যাওয়ার পরও সেই বিল বিলে অনুমোদন দেওয়া হয়নি। এক বছর আগে যাঁরা রাস্তায় নেমেছিলেন, তাঁদের বেশির ভাগের উদ্দেশ ছিল গরীব মানুষের জন্য যে স্বাস্থ্যব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, সেই স্বাস্থ্যব্যবস্থাকে চূর্ণবিচূর্ণ করে দেওয়া। আজ তাঁরা কোথায়? অপরাজিতা বিল নিয়ে তাঁরা রাস্তায় নামছেন না কেন? সিপিএম, কংগ্রেস কেন এই বিল নিয়ে সরব হয়নি?’’

ক্ষোভ ভোটার তালিকার বিশেষ সংশোধনী (SIR) নিয়েও ক্ষোভ উগরে দেন অভিষেক।
তিনি বলেন, ‘‘যাঁরা ভোটার অধিকার কেড়ে নিতে চাইছে, তাঁদের মানুষ জবাব দেবে। আগে মানুষ সরকার বেছে নিত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। যদি ১০ জনের ভোটাধিকার বিজেপি সরকার কাড়তে চায়, তাহলে তৃণমূল ১০ লক্ষ মানুষ নিয়ে দিল্লির রাজপথ দখল করবে।’’

বাংলা ভাষার অপমান প্রসঙ্গে তৃণমূলের সেনাপতি বলেন, ‘‘বাংলা ভাষা বলে কোনও ভাষা নেই, এই অপমানের জবাব আমরা দেব।’’ বাংলার উপর আক্রমণ প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘যাঁরা ১০ কোটি বঙ্গবাসীকে ছোট করেছে, যাঁরা আমাদের বাংলাদেশি বলে ব্যঙ্গবিদ্রুপ করেছে, যাঁরা বলেছে বাংলা বলে কোনও ভাষা নেই, বলেছে বাঙালি বলে কোনও জাতি নেই, তাঁদের বিরুদ্ধে ১০ কোটি বঙ্গবাসীকে লড়াই করতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘যাঁরা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাঁদের এক ছটাক জমিও ছাড়ব না। বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না, বশ্যতা স্বীকার করবে না। বিচার ব্যবস্থা, মিডিয়া, ইডি, সিবিআই সব তৃণমূলের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের পরিকল্পিত কুৎসা আমাদের আটকাতে হবে।’’

সংবিধান সংশোধনী বিল নিয়ে বিজেপিকে একহাত নেন অভিষেক। তিনি বলেন, ‘‘ধমকে চমকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে দমিয়ে দিতে চাইছে, দেশটাকে মৌরসিপাট্টা বানানোর চেষ্টা করছে। রাতের অন্ধকারে সংবিধান সংশোধনী বিল পাশ করিয়েছে বিজেপি। সংসদে ওয়েলে বিক্ষোভ করে অমিত শাহকে চতুর্থ সারিতে পাঠিয়েছে তৃণমূলের আঠাশজন সাংসদ।’’

অভিষেক আরও বলেন, ‘‘কলকাতা হাই কোর্টের বিচারব্যবস্থার একাংশ বাংলার ছাত্রদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে চেয়েছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে তা রুখেছি।’’ বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়েও তিনি বলেন, ‘‘বিজেপি মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে, রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না, ওদের লক্ষ্য গরীবের চোখে জল আনা। বাংলার টাকা আটকে রেখেছে, বাংলাকে অপমান লাঞ্ছনার জবাব বাংলার মানুষ দেবেন। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব, আগেও করেছি, আগামী দিনেও করব। আমরা হয়তো দিল্লি থেকে টাকা আনতে পারিনি। কিন্তু আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬৯ লক্ষ জব কার্ড হোল্ডারের বকেয়া পাওনা টাকা মিটিয়েছেন।’’ তিনি বলেন, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের আসন আগের চেয়ে বাড়বে। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘‘বিজেপির ক্ষমতা থাকলে এবার ৫০টি আসন পেয়ে দেখাক।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen