বাংলায় হলে দোষ! অরুণাচলে ৮০% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বিজেপি
‘কংগ্রেস মুক্ত ভারত’ থেকে এবার বিজেপির মূল মন্ত্র জেনে হয়ে গিয়েছে বিরোধী মুক্ত ভারত।

‘কংগ্রেস মুক্ত ভারত’ থেকে এবার বিজেপির মূল মন্ত্র জেনে হয়ে গিয়েছে বিরোধী মুক্ত ভারত। আবার সেই লক্ষ্যে পৌঁছাতে ভোটে লড়া কিংবা জেতার পর্যন্ত দরকার পড়ছে না বিজেপির। কখনও বিপক্ষ শিবিরের জনপ্রতিনিধিদের দলে টেনে দখল হচ্ছে বিধানসভা থেকে পঞ্চায়েত, কখনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় আসছে। দক্ষিণে কর্ণাটক থেকে পশ্চিমে মহারাষ্ট্র, এমনকী উত্তর-পূর্বে ত্রিপুরাতেও এই মডেলে সাফল্য এসেছে।
একই ‘অপারেশন’ চলল চীন সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশে। আগামী ১২ জুলাই সেখানে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্যের প্রায় ৮০ শতাংশ আসন চলে গেল বিজেপির দখলে। ঠিক ত্রিপুরার কায়দায় এবার বিজেপির দখলে বিরোধীশূন্য আরও এক রাজ্য।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচনের আসন জয়ের রেকর্ড গড়েই চলেছে গেরুয়া শিবির। উল্লেখ্য, বাংলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কিছু আসনে তৃণমূলের জয় নিয়ে লাগাতার প্রশ্ন তোলা বিজেপিই ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে ৮৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। এবার অরুণাচলে এখনও পর্যন্ত ১৩০ আসনের মধ্যে ১০২টিতে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। ন্যাশনাল পিপলস পার্টি এবং কংগ্রেস একটি করে আসন পেয়েছে। কোনও বিরোধী দল গেরুয়া গড়ে দাঁত ফোটাতে পারেনি।