মালদায় কর্মীদের ক্ষোভের জেরে পার্টি অফিস বন্ধ, বিপাকে বিজেপি

বিধানসভা ভিত্তিক প্রার্থী বদলের বিক্ষোভের জেরে জেলা বিজেপির সদর অফিস শ্যামাপ্রসাদ ভবনেও নেতৃত্ব নির্বিঘ্নে বসতে পারছে না।

March 22, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

প্রার্থী বদলের দাবিতে বিজেপির মালদহ বিধানসভার প্রধান অফিস  চারদিন ধরে বন্ধ রয়েছে। ফলে নেতা-নেত্রী থেকে প্রার্থী অফিসে প্রবেশ করতে পারছেন না। এর জেরে ভোট প্রচারের রণকৌশল নির্ধারণ থেকে  সাংগঠনিক কাজ থমকে রয়েছে। ভোটের আগে যখন সমস্ত রাজনৈতিক দলের দলীয় কার্যালয় গমগম করছে তখন মালদহ বিধানসভার কেন্দ্রের বিজেপির দলীয় অফিসের দরজায় তালা ঝুলছে। প্রার্থী তো দূরের কথা কোনও জেলা স্তরের প্রথম সারির নেতাকে অফিসের আশপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এদিকে বিধানসভা ভিত্তিক প্রার্থী বদলের  বিক্ষোভের জেরে জেলা বিজেপির সদর অফিস শ্যামাপ্রসাদ ভবনেও নেতৃত্ব নির্বিঘ্নে বসতে পারছে না। মাঝেমধ্যেই হই হট্টগোল হওয়ায় অনেকেই দূরে সরে থাকছেন। এছাড়া বহু আসবাবপত্র তছনছ হয়ে যাওয়ায় ঠিকমতো বসার জায়গাও নেই। সবমিলিয়ে  ভোট প্রস্তুতির শুরুতেই মুখ থুবড়ে পড়েছে  বিজেপি শিবির।  যদিও নেতাদের বক্তব্য, সাময়িক সমস্যা হলেও পরে সব ঠিকঠাক হয়ে গিয়েছে।  এবিষয়ে পুরাতন মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির উকিল মণ্ডল বলেন, প্রার্থী বদল না হওয়া পর্যন্ত বিধানসভার প্রধান অফিস খুলবে না। চার দিন ধরে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছেন কর্মী-সমর্থকরা। দ্রুত প্রার্থী বদল করে কর্মীদের ক্ষোভ মেটান হোক, এটাই জেলা নেতৃত্বকে জানিয়েছি। বিজেপির মালদহ জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল বলেন, বিক্ষোভের কারণে দলীয় কার্যালয়ে সাময়িক সমস্যা হলেও আর বিদ্রোহ নেই। সমস্যা মিটে গিয়েছে। আগামিদিনে বিজেপির জয় নিশ্চিত। মালদহ বিধানসভার মুখ্য কার্যালয় দু’দিনের মধ্যে খুলে যাবে।


তৃণমূলের জেলার কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, বিজেপির শুধু পার্টি অফিস নয়, সব বন্ধ হয়ে যাবে। বিজেপির ভবিষ্যৎ খুব খারাপ। যেসমস্ত নেতারা দিনরাত এক করে দল গড়েছেন তাঁরা হতাশ হয়ে পড়েছেন। আগামীতে শুধু তৃণমূল ছাড়া অন্য কোনও দল থাকবে না। কয়েক মাস আগেই দলীয় কাজ পরিচালনার জন্য  মালদহ বিধানসভার মুখ্য অফিসের উদ্বোধন হয়। এই অফিস উদ্বোধন করেই তৃণমূলকে রাজ্য থেকে উৎখাতের ডাক দিয়েছিলেন দলের জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক হেভিওয়েট নেতার সভার পরিচালনা হয়েছে নতুন এই দলীয় অফিস থেকে। কিন্তু গত বৃহস্পতিবার প্রার্থী ঘোষণার পরই এই অফিসের চিত্রটাই পুরো বদলে গিয়েছে। 


বিজেপি কর্মী-সমর্থকরা মালদহ কেন্দ্রের দলীয় প্রার্থী গোপাল সাহার বিরুদ্ধে জাতিগত শংসাপত্র  জালিয়াতির অভিযোগ তোলেন। এ ধরনের ব্যক্তিকে কেন প্রার্থী করা হল তা নিয়ে কর্মী মহলে ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। যেকারণে কর্মী-সমর্থকেরা অফিস তালাবন্ধ করে দিয়েছেন। মুখ্য অফিস বন্ধ থাকায় নেতৃত্ব বসে নির্বাচনী রণকৌশল ঠিক করতে পারছে না। প্রার্থীও অফিসের সামনে আসতে সাহস পাচ্ছেন না  বলে কর্মীদের দাবি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen