প্রার্থী নিয়ে বিক্ষোভে জেরবার দাসপুর বিজেপি, পোড়ানো হল কুশপুতুল

প্রার্থী অপছন্দ হওয়ায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন বিজেপি কর্মীরা। পোড়ালেন ঘোষিত প্রার্থীর কুশপুতুলও। অবিলম্বে প্রার্থী বদলের দাবিও জানান তাঁরা।

March 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পদ্মবনে অন্তর্কলহের আগুন নতুন নয়। কখনও দলীয় কার্যালয়ে, তো কখনও আবার যোগদান মেলায়— দলের অন্দরে বারবারই বাগবিতণ্ডা-হাতাহাতিতে জড়াতে দেখা গিয়েছে বিজেপির নেতা-কর্মীদের। তবে প্রার্থী তালিকা ঘোষণার পর সেই দলীয় কোন্দলই এখন ব্যাপক আকার নিয়েছে। এবার যেমন প্রার্থী অপছন্দ হওয়ায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন বিজেপি কর্মীরা। পোড়ালেন ঘোষিত প্রার্থীর কুশপুতুলও। অবিলম্বে প্রার্থী বদলের দাবিও জানান তাঁরা।

প্রসঙ্গত, একুশের ভোটে দাসপুর (Daspur) বিধানসভা আসনে প্রশান্ত বেরাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে পছন্দ নয় বিজেপি কর্মী সমর্থকদের। তাঁদের অভিযোগ, টাকা নেওয়া থেকে শুরু করে বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের একাদিক মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন তিনি। তাই অবিলম্বে এই প্রার্থী বদল করতে হবে বলে দাবি জানিয়ে আজ অভিনব প্রতিবাদে সামিল হলেন বিজেপি কর্মী, সমর্থকরা। ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোমবার বিকেলে দাসপুর রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। প্রার্থীর কুশপুতুলও দাহ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen