কালচিনির প্রার্থীকে নিয়ে এখনও বেকায়দায় বিজেপি
গেরুয়া শিবিরের এই ছন্নছাড়া অবস্থায় কালচিনিতে অবশ্য জোড়াফুল শিবির ফুরফুরে মেজাজেই ভোটপ্রচার করছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, বিশাল লামাকে প্রার্থী করা নিয়ে কালচিনিতে দলীয় কর্মীদের আর কোনওরকম ক্ষোভ-বিক্ষোভ নেই।

কালচিনিতে বিশাল লামাকে প্রার্থী করে বেকায়দায় পড়েছে বিজেপি (BJP)। দলবদলু বিশালকে প্রার্থী করায় গেরুয়া শিবিরে ক্ষোভ আরও বেড়েছে। ভোটের মুখেও সেই ক্ষোভ মিটে যাওয়ার কোনও লক্ষণ না থাকায় পদ্মফুল শিবির কার্যত বিপাকে পড়েছে। অন্যদিকে, বিমল গুরুং শিবির বিশালকে ‘গদ্দার’ আখ্যা দিয়ে ভোটে সমুচিত জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছে। এমন অবস্থায় কালচিনিতে গেরুয়া শিবিরের ল্যাজেগোবরে অবস্থা। এলাকার রাজনৈতিক মহল মনে করছে, এর যথেষ্ট প্রভাব পড়তে পারে ভোটবাক্সে। গেরুয়া শিবিরের এই ছন্নছাড়া অবস্থায় কালচিনিতে অবশ্য জোড়াফুল শিবির ফুরফুরে মেজাজেই ভোটপ্রচার করছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, বিশাল লামাকে প্রার্থী করা নিয়ে কালচিনিতে দলীয় কর্মীদের আর কোনওরকম ক্ষোভ-বিক্ষোভ নেই।
বিজেপির প্রার্থী বিশাল লামা বলেন, আমাকে প্রার্থী করার জন্য দলের কর্মীরা প্রথমদিকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও, এখন আর তাঁদের ক্ষোভ নেই। একটা সংসারে থাকলে ঝগড়া হয়, আবার মিটেও যায়। আমি গদ্দার কি না ভোটে মানুষ গণতান্ত্রিকভাবে তার জবাব দেবে। বিশালবাবু এমনটা দাবি করলেও দলবদলু প্রার্থীকে নিয়ে বিজেপির একাংশের কর্মীর মধ্যে ক্ষোভের চোরাস্রোত বইছেই। কালচিনিতে বিজেপির একাধিক মণ্ডল কমিটির কর্মীদের সঙ্গে কথা বলে সেই ক্ষোভের আঁচ পাওয়া গিয়েছে। বিজেপির আদি ও নিচুতলার কর্মীরা কিছুতেই দলবদলু প্রার্থীকে মানতে পারছেন না।
কর্মীদের এই ক্ষোভ নিয়ে বিজেপির ৮ নম্বর মণ্ডল সভাপতি নারায়ণ মঙ্গর বলেন, বিশালকে প্রার্থী করার জন্য আমরাই মণ্ডল কমিটির অফিস বন্ধ করে প্রতিবাদ জানিয়েছি। দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছি। নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নিচুতলার কর্মীরা দলীয় প্রার্থীকে নিয়ে কী করবে বলতে পারব না।
নারায়ণবাবুর কথাতেই স্পষ্ট, দলবদলু বিশালকে প্রার্থী করার জন্য কালচিনিতে বেকায়দায় গেরুয়া শিবির। বিশালকে নিয়ে গেরুয়া শিবিরের আরও মাথাব্যথার কারণ, বিমল গুরুং শিবির। সম্প্রতি গুরুং জয়গাঁয় এসে হুঙ্কার দেন, ‘গদ্দার’ বিশাল লামাকে ভোটে সমুচিত জবাব দেব আমরা। জবাব দেবে গোর্খারা।
মোর্চার গুরুংপন্থী শিবিরের কালচিনি ব্লক সভাপতি অমর লামা বলেন, বিশাল লামা গদ্দার। ওকে ভোটবাক্সে জবাব দিতে আমরা তৈরি। গুরুংপন্থী মোর্চার নারী বাহিনীর কেন্দ্রীয় কমিটির সদস্যা পূজা রাই বলেন, বিজেপির প্রার্থী হয়ে বিশাল লামা মোর্চার সঙ্গে গদ্দারি করেছেন। ভোটে তার জবাব দেব আমরা।
প্রসঙ্গত, বিমল গুরুংয়ের হাত ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার তিনদিনের মাথায় দলের নব্যমুখ বিশাল লামাকে (Bishal Lama) কালচিনিতে প্রার্থী করে বিজেপি। দলবদলু বিশালকে প্রার্থী করায় কালচিনিতে বিজেপির একাধিক মণ্ডল অফিস দু’দিন বন্ধ রেখে ও দলের জেলা সভাপতির বাড়ি ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীরা। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা কালচিনি থেকে আলিপুরদুয়ার শহরে এসে দলের জেলা পার্টি অফিসেও বিক্ষোভ দেখান। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব। তার উপর গুরুং শিবির বিশালকে হারাতে মরিয়া। আর এতেই গেরুয়া শিবিরের ল্যাজেগোবরে অবস্থা। গেরুয়া শিবিরের এই পরিস্থিতিতে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী পাশাং লামা বলেন, কালচিনিতে আমরা জিতছি। আর তা শুধু সময়ের অপেক্ষা মাত্র।