‘বাংলার হৃত গৌরব’ ফেরানোর ডাক বিজেপির? মনীষীদের ‘অপমান’-এর খতিয়ান তুলে পাল্টা তোপ তৃণমূলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৪: রাজ্যে বিজেপির মুখে প্রায়শই শোনা যায় ‘বাংলার হৃত গৌরব’ ফিরিয়ে আনার কথা। এবার গেরুয়া শিবিরের সেই দাবিকেই কার্যত ধুয়ে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার X হ্যান্ডেলে (পূর্ববর্তী টুইটার) একটি পোস্টের মাধ্যমে তৃণমূল অভিযোগ করেছে, যারা বাংলার সংস্কৃতি ও মনীষীদের বারবার অপমান করেছে, তাদের মুখে বাংলা বা বাঙালির গৌরবের কথা মানায় না।
তৃণমূলের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ওই বার্তায় সরাসরি বিজেপিকে (BJP) নিশানা করা হয়েছে। সেখানে ১০টি সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ করে শাসকদল প্রশ্ন তুলেছে, বিজেপি কী করে বাংলার গৌরব পুনরুদ্ধারের কথা বলে, যখন তাদের বিরুদ্ধেই বাংলার আইকনদের অপমানের ভুরিভুরি অভিযোগ রয়েছে।
১. স্বামী বিবেকানন্দকে অপমান: তৃণমূলের দাবি, বিজেপি নেতারা স্বামী বিবেকানন্দকে একসময় “অজ্ঞ বামপন্থী সৃষ্টি” (ignorant leftist product) বলে দাগিয়ে দিয়েছিলেন।
২. বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর: ২০১৯ সালে কলকাতায় অমিত শাহের রোড শো চলাকালীন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনেও বিজেপিকে বিঁধেছে জোড়াফুল শিবির।
৩. মা সারদাকে নিয়ে কুরুচিকর ব্যঙ্গ: মা সারদা দেবীকে নিয়ে কুরুচিকর কার্টুন বা ব্যঙ্গচিত্র প্রকাশ করার অভিযোগও তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে।
৪. নেতাজির ট্যাবলো বাতিল: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসুর থিমযুক্ত ট্যাবলো বাতিল করার কেন্দ্রীয় সিদ্ধান্তকে ‘বাঙালির অপমান’ হিসেবে তুলে ধরা হয়েছে।
৫. মা দুর্গার বংশপরিচয় নিয়ে প্রশ্ন: বাংলার শারদীয় উৎসব ও মা দুর্গার বংশপরিচয় বা অকালবোধন নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে।
৬. রামকৃষ্ণদেবকে ‘অশিক্ষিত’ তকমা: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে ‘নিরক্ষর’ বা ‘অশিক্ষিত’ বলে সম্বোধন করার অভিযোগ এনেছে তৃণমূল।
৭. বিশ্বভারতীর ফলক বিতর্ক: বিশ্বভারতীর ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দেওয়া নিয়ে যে তুমুল বিতর্ক হয়েছিল, তা ফের উস্কে দিয়েছে তৃণমূল।
৮. রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে ভুল তথ্য: বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শান্তিনিকেতনে গিয়ে দাবি করেছিলেন রবীন্দ্রনাথ সেখানেই জন্মেছিলেন। এই ভুল তথ্য পরিবেশনকে রবীন্দ্রনাথের প্রতি অশ্রদ্ধা হিসেবেই দেখছে শাসকদল।
৯. কবিগুরুর গায়ের রং নিয়ে মন্তব্য: বিশ্বকবির গায়ের রং নিয়ে বিজেপি নেতাদের একাংশের করা মন্তব্যেরও তীব্র নিন্দা করা হয়েছে।
১০. মনীষীদের ছবি পায়ের কাছে: রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিতে মাল্যদান বা শ্রদ্ধা জানানোর সময় সেগুলিকে পায়ের কাছে রাখা হয়েছিল বলে অভিযোগ, যা চরম অসম্মানের শামিল।