Uttarakhand: উত্তরাখণ্ডের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পরাজয়, নির্দলদের জয়জয়কার

উত্তরাখণ্ডের পঞ্চায়েত নির্বাচনের ফল বিজেপির জন্য চিন্তা বাড়িয়ে দিয়েছে

August 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১২:০০: উত্তরাখণ্ডের পঞ্চায়েত নির্বাচনের ফল (Uttarakhand Panchayat Elections) বিজেপির (BJP) জন্য চিন্তা বাড়িয়ে দিয়েছে। মোট ৩৫৮টি জেলা পঞ্চায়েত আসনের মধ্যে নির্দল প্রার্থীরা ১৪৫টি আসনে জয়ী হয়েছেন, যেখানে বিজেপি পেয়েছে ১২১টি এবং কংগ্রেস ৯২টি আসন।

গেরুয়া নেতারা যদিও দাবি করছেন যে বেশিরভাগ নির্দল প্রার্থী দলীয় সমর্থন পেয়েছেন, কিন্তু বিজেপি সূত্রে জানা গিয়েছে, বর্তমান পদ্ম বিধায়কদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ স্পষ্টভাবে ফুটে উঠেছে এই নির্বাচনে। এমনকি কিছু এলাকায় গ্রামবাসীরা তাদের নিজেদের বিধায়কদের গ্রামে ঢুকতে বাধা দিয়েছে।

এই নির্বাচনে বিজেপির কয়েকজন বিধায়কের আত্মীয়স্বজনও পরাজিত হয়েছেন, যা ভোটারদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। অন্যদিকে, কংগ্রেস (Congress) এই ফলাফলে নতুন করে প্রাণ পেয়েছে এবং তারা মনে করছে যে এটি তাদের রাজনৈতিক পুনরুত্থানের শুরু।

বিশ্লেষকরা বলছেন, স্থানীয় স্তরে বিজেপির কর্মক্ষমতা এবং বিধায়কদের কাজে অসন্তোষ এই ফলাফলের পেছনে বড় কারণ। অন্যদিকে, কংগ্রেস এই সুযোগকে কাজে লাগিয়ে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদার করতে পারে।

উল্লেখ্য, উত্তরাখণ্ডেই দেশের প্রথম অভিন্ন দেওয়ানী বিধি, বা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code – UCC) লাগু করেছিল বিজেপি। সেখানেই এবার পরাজয়ের মুখে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen