ইলেক্টোরাল বন্ড-সহ অনুদানে শীর্ষে BJP, কত টাকা ঢুকলো গেরুয়া কোষাগারে?

২০২১-২২ অর্থবর্ষে অঙ্কটা ছিল ৬১৪ কোটি। প্রায় ১৭ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে অনুদানের পরিমাণ।

December 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারেও ইলেক্টোরাল বন্ড ও বিভিন্ন অনুদানের নিরিখে শীর্ষে বিজেপি। বিগত বেশ কিছু বছর যাবৎ অন্যান্য দলগুলিকে পিছনে ফেলে শীর্ষেই থাকে বিজেপি। ২০২২-২৩ অর্থবর্ষেও অন্যথা হয়নি। নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, অনুদান বাবদ বিজেপির কোষাগারে ঢুকেছে ৭১৯ কোটি ৮৩ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে অঙ্কটা ছিল ৬১৪ কোটি। প্রায় ১৭ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে অনুদানের পরিমাণ।

অন্য দলগুলি ধরাছোঁয়ার মধ্যেও নেই। কংগ্রেসের অনুদান কমে গিয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে অনুদানের পরিমাণ ছিল ৯৫ কোটি ৪০ লক্ষ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তা ৭৯ কোটি টাকায় নেমে এসেছে। গত অর্থবর্ষে ৩৭ কোটি টাকার অনুদান পেয়েছে আম আদমি পার্টি। জাতীয় দলের বার্ষিক অনুদানের রিপোর্ট সম্প্রতি ওয়েবসাইটে আপলোড করেছে কমিশন। চেক, ব্যাঙ্ক ট্রান্সফার, অনলাইন লেনদেন ও ইউপিআই পেমেন্টের মাধ্যমে ২০ হাজার ও তার বেশি অঙ্কের অনুদানের তথ্য রয়েছে সামনে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen