কল্যাণীতে প্রকাশ্যে BJP-র গোষ্ঠী দ্বন্দ্ব, ছারখার শান্তনুর উদ্বোধিত CAA শিবির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৭: ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly Election)। তার আগে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও এসআইআর (SIR) ইস্যুতে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) উদ্বোধন করা CAA শিবিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় কল্যাণীতে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বিজেপির কল্যাণী শহর (Kalyani city) মণ্ডলের সভাপতি তাপস ব্যাপারী ও তাঁর অনুগামীরা এই হামলার সঙ্গে যুক্ত।
কল্যাণী সেন্ট্রাল পার্কের শ্যামাপ্রসাদ ভবনের পিছনে অবস্থিত বিজেপির CAA কার্যালয়ে বুধবার গভীর রাতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় মোটরবাইক, চেয়ার-টেবিলসহ একাধিক সামগ্রী। হামলার সময় উপস্থিত এক বিজেপি (BJP) নেতা আহত হন। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনার পর বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল। একই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং হামলার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা বিজেপির সাংগঠনিক দুর্বলতা এবং নেতৃত্বের অভাবকেই সামনে এনে দিয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে এমন ঘটনা বিজেপির (BJP) জন্য বড় ধাক্কা। বিগত কয়েকটি নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়ায় পদ্মশিবির ইতিমধ্যেই চাপে রয়েছে। তার উপর অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।