খেলাতেও বিজেপির ‘পরিবারতন্ত্র’? শাহ-জেটলির পর এবার ক্রিকেট প্রশাসনের শীর্ষপদে সিন্ধিয়া পুত্র

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান সিন্ধিয়া নির্বাচিত হচ্ছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) সভাপতি পদে

September 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:৪৪: দেশের ক্রিকেট প্রশাসনে ফের উঠে এল পরিবারতন্ত্রের অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ ও প্রয়াত অরুণ জেটলির ছেলে রোহনের পর এবার মধ্যপ্রদেশ থেকে সামনে এল নতুন নাম। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান সিন্ধিয়া নির্বাচিত হচ্ছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) সভাপতি পদে।

২৯ বছর বয়সি মহানার্যমান এমপিসিএ-র ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হতে চলেছেন। শনিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু সভাপতি পদে আর কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিন ধার্য হয়েছে ২ সেপ্টেম্বর।

সিন্ধিয়া পরিবার বহু দশক ধরে এমপিসিএ-র সঙ্গে যুক্ত। মাধবরাও সিন্ধিয়া ছিলেন এই সংস্থার সভাপতি। পরে দায়িত্ব সামলান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবার সেই দায়িত্ব নতুন প্রজন্মের হাতে এল।

লন্ডনের স্কুল অফ ইকোনমিকস থেকে স্নাতক মহানার্যমান ২০২২ সালে গোয়ালিওরের ক্রিকেট সংস্থার সহ-সভাপতি হন। বর্তমানে তিনি মধ্যপ্রদেশ ক্রিকেট লিগের প্রধানও। অনেকের মতে, এই দায়িত্বই তাঁর রাজনীতির পথে প্রথম পদক্ষেপ হতে পারে।

তবে ক্রিকেট মহলের একাংশের অভিযোগ, দেশের ক্রিকেট প্রশাসন ক্রমেই রাজনীতিবিদদের পরিবারের করায়ত্ত হয়ে পড়ছে। জয় শাহ এখন বিসিসিআই সচিবের পাশাপাশি আইসিসি-র চেয়ারম্যান। রোহন জেটলি বর্তমানে দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতি। এই তালিকায় এবার যুক্ত হলেন মহানার্যমান সিন্ধিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen