কেরালায় নড়বড়ে ‘লাল দুর্গ’! স্থানীয় নির্বাচনে দাপট কংগ্রেসের, তিরুবনন্তপুরমে ফুটল পদ্ম

December 13, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.০০: ভারতের রাজনীতিতে বামেদের শেষ ভরসার স্থল কেরালা kerala)। গত এক দশক ধরে দক্ষিণের এই রাজ্যে একটানা ক্ষমতায় রয়েছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (LDF)। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সেই ‘দক্ষিণগড়’-এও ধরল ফাটল। শনিবার কেরালা স্থানীয় সংস্থা নির্বাচনের যে ফলাফল সামনে এসেছে, তা পিনারাই বিজয়ন সরকারের (Vijayan government) জন্য অশনি সংকেত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ফলাফলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF)-এর ব্যাপক উত্থান এবং রাজধানী তিরুবনন্তপুরম দখল করে বিজেপির ইতিহাস গড়া-জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনকে কেরালার রাজনীতির ‘সেমিফাইনাল’ হিসেবে দেখা হচ্ছিল। আর সেই সেমিফাইনালে বামেদের কার্যত ধরাশায়ী করে দিয়েছে কংগ্রেস (Congress) নেতৃত্বাধীন ইউডিএফ (UDF)। গত ৯ ও ১১ ডিসেম্বর রাজ্যের ৬টি কর্পোরেশন, ৮৭টি পুরসভা এবং বিপুল সংখ্যক পঞ্চায়েতে ভোটগ্রহণ হয়েছিল। ফলাফলে দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক এবং পুরসভা- প্রায় সব স্তরেই ইউডিএফ তাদের হারানো জমি পুনরুদ্ধার করেছে।

২০২০ সালে রাজ্যের ৬টি কর্পোরেশনই ছিল বামেদের দখলে। এবার তার মধ্যে ৪টি- কোল্লাম, কোচি, ত্রিশুর এবং কান্নুর ছিনিয়ে নিয়েছে ইউডিএফ। বামেরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে শুধুমাত্র কোঝিকোড় কর্পোরেশনে। পুরসভাগুলির ফলাফলে কংগ্রেসের পুনরুত্থান আরও স্পষ্ট। ৮৬টি পুরসভার মধ্যে ৫৪টিতেই জয়ী হয়েছে কংগ্রেস জোট। এর্নাকুলাম, আলাপ্পুঝা, কোট্টায়াম এবং পালাক্কাড়ের মতো জেলাগুলিতে কংগ্রেসের এই বিপুল জয় বামেদের চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে।

এবারের নির্বাচনের সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটেছে রাজধানী তিরুবনন্তপুরমে। কংগ্রেস সাংসদ শশী থারুরের (Shashi Tharoor) এই নির্বাচনী এলাকায় কর্পোরেশনের ক্ষমতা দখল করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA)। কেরালায় এই প্রথম কোনো কর্পোরেশনের শাসনভার গেল গেরুয়া শিবিরের হাতে। শুধু রাজধানী নয়, পালাক্কাড় পুরসভাও নিজেদের দখলে রেখেছে বিজেপি। এর পাশাপাশি ত্রিপুনিথুরা পুরসভা জয় এবং থোদুপুঝা ও কানহানগড়ের মতো এলাকায় কড়া টক্কর দিয়ে বিজেপি (BJP) বুঝিয়ে দিয়েছে, কেরালায় তারা আর কেবল ‘নিছকই এক বিরোধী’ নয়, বরং ক্ষমতার অন্যতম দাবিদার হয়ে উঠছে।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মন পেতে এলডিএফ সরকার একাধিক কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছিল। কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটেনি। বাম দুর্গ হিসেবে পরিচিত এলাকাগুলিতেও শাসকদলের জনসমর্থনে ভাটা পড়েছে। তিরুবনন্তপুরম, কোল্লাম এবং কান্নুরের কিছু অংশে এলডিএফ শক্তি ধরে রাখতে সক্ষম হলেও, ২০২০ সালের তুলনায় তাদের সামগ্রিক ফলাফল অত্যন্ত হতাশাজনক।

স্থানীয় নির্বাচনের এই ফলাফল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে কংগ্রেস শিবিরে বাড়তি অক্সিজেন জোগাবে। অন্যদিকে, বামেদের কাছে এটি বড়সড় সতর্কবার্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen