কর্মসমিতির বৈঠকের দিনই আদি BJP-র বিক্ষোভ! আবারও প্রকাশ্যে গেরুয়া শিবিরের আদি-নব্য দ্বন্দ্ব

বিজেপির কার্যালয় মুরলীধর সেন লেনের সামনে লাগাতার সত্যাগ্রহ এবং অবস্থান বিক্ষোভে নামতে চলেছে আদি বিজেপির একাংশ।

July 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
—– প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোন্দল যেন কিছুতেই পিছু হঠছে না! আবারও প্রকাশ্যে গেরুয়া দলের বঙ্গ শাখার আদি-নব্য দ্বন্দ্ব প্রকাশ্যে। লোকসভা ভোটের পর আগামী ১৭ জুলাই কলকাতায় কর্মসমিতির বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। ওই দিনই বিজেপির কার্যালয় মুরলীধর সেন লেনের সামনে লাগাতার সত্যাগ্রহ এবং অবস্থান বিক্ষোভে নামতে চলেছে আদি বিজেপির একাংশ।

রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য নেতৃত্বকে নিশানা করে আদি বিজেপি পরিবার, বিজেপি বাঁচাও মঞ্চের নামে পোস্টার প্রকাশ করা হয়েছে। রাজ্য বিজেপির সংগঠন থেকে কয়েকজন নেতার অপসারণ-সহ নানান দাবি নিয়ে যেদিন বিজেপির রাজ্য কমিটি ভোটে ভরাডুবির কারণ পর্যালোচনা করতে বসছে। সে দিনই বিজেপির আরেক শিবির খাস কলকাতায় দলের দপ্তরের সামনেই আন্দোলনে নামছে। এতে বিজেপির ঘরোয়া কোন্দল আরও বাড়ল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

এর আগেও মুরলীধর সেন লেনের সামনেই রাজ্য বিজেপি নেতৃত্বকে নিশানা করে আন্দোলনে নামতে দেখা গিয়েছে ওই মঞ্চকে। এবার ফের আদি বিজেপির একাংশের আন্দোলন দলের নেতাদের নেতৃত্ব দেওয়ার দক্ষতা নিয়ে! বঙ্গের গেরুয়া নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হতে চলেছেন তাঁরা। রাজ্য বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্বের ছবি এর আগেও প্রকাশ্যে এসেছে। তবে এ ঘটনায় পদ্মের গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হল বলেই মত রাজনৈতিক মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen