SIR-র সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপে কেরলে BLO-র আত্মহত্যার অভিযোগ

November 16, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১০:  SIR আতঙ্কে শুরু হয়েছে মৃত্যু মিছিল। নাগরিকেরা মরছেন আতঙ্কে আর কাজের চাপে প্রাণ হারাচ্ছেন BLO-রা, কেউ অসুস্থ হচ্ছেন আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। অভিযোগ, উত্তর কেরলের কান্নুর জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপেই এক BLO আত্মহত্যা করেছেন। রবিবার পয়ান্নুরে বাড়িতে উদ্ধার করা হয় অনিশ জর্জের দেহ। বছর চল্লিশের পয়ান্নুর একটি সরকারি স্কুলের শিক্ষাকর্মী ছিলেন।

তিনি BLO হিসাবে কাজ করছিলেন। জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন তিনি। পরিবারের দাবি, ফর্ম বিলি, যাচাই এবং ফর্ম তোলা, এই সব কাজ সামলানো তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছিল না। মৃতের ঘনিষ্ঠ বন্ধুর দাবি, অনিশ শনিবার রাত আড়াইটা পর্যন্ত কাজ করছিলেন। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছিলেন। তিনি বলেছিলেন তিনি আর চাপ নিতে পারছেন না।

এই ঘটনায় সরব হয়েছে কেরলের শাসক শিবির। সিপিআইএম নেতৃত্বের মতে, অতিরিক্ত কাজের চাপই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। SIR অবিলম্বে স্থগিত করা উচিত। অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির এজেন্ডা পূরণ করতে তড়িঘড়ি SIR চালু করেছে, যার ‘শিকার’ হয়েছেন অনিশ জর্জ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen