ফের বালোচিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ, BLF-র হামলায় নিহত অন্তত ১০ পাক সেনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: ফের বড়সড় ধাক্কা খেল পাকিস্তান সেনাবাহিনী। বিদ্রোহী সংগঠন বালোচ লিবারেশন ফ্রন্টের (BLF) আচমকা হামলায় রক্তাক্ত হল বালোচিস্তান। ঝাও, বারখান, তুম্প এবং তুরবতের একাধিক জায়গায় চালানো এই ধারাবাহিক হামলায় অন্তত ১০ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ওই স্বাধীনতাকামী সংগঠন। আফগানিস্তান (Afghanistan) সীমান্ত ও টিটিপি (TTP)-র দাপটের মধ্যেই বালোচ বিদ্রোহীরা নতুন করে মাথাচাড়া দেওয়ায় উদ্বেগে শাহবাজ শরিফ সরকার।
সোমবার একটি বিবৃতি প্রকাশ করে হামলার দায় স্বীকার করেছেন বিএলএফ মুখপাত্র মেজর গোহরাম বালোচ। সংগঠনের দাবি, বালোচিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাক সেনাকে লক্ষ্য করে ‘অপারেশন’ চালানো হয়েছে। গোহরাম বালোচ জানান, গত ২৮ নভেম্বর দুপুর ১টা নাগাদ আওরান জেলার ঝাও এলাকায় তাদের যোদ্ধারা পাক সেনার একটি কনভয়ে অতর্কিতে হামলা চালায়। সেখানে টহলরত জওয়ান এবং দুটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এই একটি ঘটনাতেই ৮ পাক জওয়ানের মৃত্যু হয়েছে এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। বিএলএফ-এর দাবি, হামলার তীব্রতা এতটাই ছিল যে, মৃত ও আহত সঙ্গীদের ফেলেই সেনার অন্য একটি গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শুধু ঝাও এলাকাতেই নয়, আক্রমণের ঝাঁজ ছিল অন্যত্রও। বিএলএফ সূত্রে খবর, ওই দিন রাতেই বারখান জেলার রাখনি এলাকায় একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে রকেট লঞ্চার ও গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এই হামলায় আরও ২ সেনা জওয়ানের মৃত্যু হয় এবং একজন আহত হন।
হামলা জারি ছিল গত সপ্তাহের শেষ দিকেও। গত ২৭ ডিসেম্বর রাতে তুরবতে পাকিস্তানের নৌসেনা ক্যাম্পে গ্রেনেড হামলা চালানো হয়, যাতে বহু সেনাকতর্মি আহত হয়েছেন। এর ঠিক পরের দিন, অর্থাৎ ২৮ ডিসেম্বর তুম্পের গোমাজি এলাকায় সেনা ক্যাম্প লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করে বিদ্রোহীরা। সেখানেও একাধিক পাক জওয়ান হতাহত হয়েছেন বলে অনুমান বালোচদের (Baloch)।
উল্লেখ্য, পাকিস্তান (Pakistan) থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্রের দাবিতে দীর্ঘ দিন ধরেই সশস্ত্র আন্দোলন চালাচ্ছে বালোচিস্তানের মানুষ। বালোচ জনগণের ওপর পাক সেনার দীর্ঘদিনের নির্যাতন, গুম ও হত্যার প্রতিবাদেই গড়ে উঠেছে বালোচ লিবারেশন ফ্রন্ট বা বিএলএফ-এর মতো সংগঠন।