SIR-র দায়িত্ব নিয়ে বিক্ষোভ বিএলও-দের!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: রাজ্যে SIR ঘোষণার পর থেকেই ধিকিধিকি অসন্তোষ দেখা গিয়েছিল বুথ লেভেল অফিসার বা বিএলও-দের (BLO) মধ্যে। সেই জল গড়াল নজরুল মঞ্চে চূড়ান্ত ট্রেনিংয়ের মধ্যেও। শনিবার যখন কমিশন প্রশিক্ষণ দিচ্ছিল, তখনই বিএলও-রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি করেন, তাঁদের সুরক্ষার বিষয়ে মাথা ঘামাচ্ছে না কমিশন। শুধু তাই নয়, স্কুলে পড়ানোর পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চালানো এক প্রকার অসম্ভব বলে জানান তারা!
অধিকাংশ বিএলও-দের অভিযোগ, তাঁদের স্কুলে গরহাজির দেখানো হচ্ছে। কিন্তু, নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে এসআইআর পর্বে বিএলও-রা অন ডিউটি থাকবেন, তারপরও কেন কাজের কাজ কিছু করা হচ্ছে না, সেই নিয়েও সরব হয়েছেন তাঁরা।
পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার এসআইআর হচ্ছে। এই কাজে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন। শনিবার কলকাতার দু’টি জায়গায় বিএলওদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। নজরুল মঞ্চের শিবিরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিএলও-দের একাংশ। তাঁরা জানিয়েছেন, চাকরির পাশাপাশি বিএলও-র কাজ করা সম্ভব নয়। যে কোনও একটা কাজ করার অনুমতি দেওয়া হোক। যে সময় এসআইআরের কাজ করবেন তাঁরা, সে সময় ‘অন ডিউটি’ দেখানো হোক। স্কুলে যেতে হবে না, এমন অনুমতি দেওয়া হোক। এই দাবিতে বিক্ষোভ দেখান বিএলও-দের একাংশ।