২৬/১১এর আতঙ্ক উস্কে দিয়ে মহারাষ্ট্রের সমুদ্রসৈকতে সংক্রিয় অস্ত্র, কার্তুজ উদ্ধার
এই ঘটনার পর বিশেষ পুলিশি সতর্কতা জারি করা হয়েছে আশপাশের এলাকা জুড়ে।

২৬/১১এর আতঙ্ক উস্কে দিয়ে বৃহস্পতিবার বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হল মহারাষ্ট্রের রায়গড় সমুদ্রসৈকতে দু’টি নৌকা থেকে। অস্ত্রবাহী নৌকোতে অবশ্য কোনও মানুষেরচিহ্ন ছিল না। স্বাভাবিকভাবেই, এই ঘটনার পর বিশেষ পুলিশি সতর্কতা জারি করা হয়েছে আশপাশের এলাকা জুড়ে। অনুমান, ওই নৌকাগুলি ওমান থেকে আসছিল।
সংবাদমাধ্যমের খবর, মহারাষ্ট্রের রায়গড়ে হরিহরেশ্বর ঘাটে একটি অস্ত্র বোঝাই জনমানবশূন্য নৌকো ভেসে আসে যার মধ্যে ছিল তিনটি একে-৪৭ রাইফেল এবং প্রচুর কার্তুজ। এদিকে, ভারাদখোল এলাকাতে একটি জনমানবশূন্য লাইফবোটও ভেসে আসে।
মহারাষ্ট্রে আর কিছুদিন পরেই দহি হান্ডি এবং গণেশ উৎসব। সারা রাজ্যে বিশাল ধুমধামের সঙ্গে এই উৎসবগুলো পালন করা হয়। তার আগে এরকম সংক্রিয় অস্ত্র এবং কার্তুজ উদ্ধার স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি করেছে।