ছেলের এক মন্তব্যে বদলে গেল ববি দেওলের জীবন,ঘরে বসা হিরো থেকে সুপারস্টার

২০১০ সালের সময় \ খুব কম কাজই হাতে পেয়েছিলেন ববি। একের পর এক ব্যর্থ সিনেমা তাঁকে প্রায় ঘরে বসিয়ে রেখেছিল। সেই সময়টা অভিনেতার জীবনের সবচেয়ে কঠিন পর্ব। সম্প্রতি শুভঙ্কর মিশ্রর পডকাস্টে এসে ববি খোলাখুলি বলেন, “আমি নিজেই পরিচালকদের অফিসে যেতাম, প্রডিউসারদের কাছে যেতাম আর বলতাম আমি ববি দেওল। আমাকে কাজ দিন।” তাঁর মতে, এতে লজ্জার কিছু নেই। অন্তত পরিচালক বা প্রযোজকরা মনে রাখতেন যে ‘ববি দেওল এসেছিল’
অভিনেতা জানান, নিজের ছেলের একটি মন্তব্যই তাঁকে আবার সিনেমার মূল শ্রোতে ফিরে আসতে সাহস জাগিয়ে ছিল। তিনি বুঝতে পারেন, এভাবে আর চলতে পারে না। জীবনের কঠিন মুহূর্তে নিজের ভিতর থেকেই একটা আওয়াজ এসেছিল — “তোমার মধ্যে যা ছিল, সেটা এখনও আছে।” সেই আত্মবিশ্বাসই তাঁকে আবার ক্যারিয়ারের রাস্তায় ফিরিয়ে আনে।
১৯৯৫ সালে বর্ষাত সিনেমা দিয়ে দুর্দান্ত সূচনা করেন ববি। এরপর একে একে Soldier, Badal, Bichoo, Ajnabee-এর মতো হিট ছবি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। কিন্তু ২০০০ ও ২০১০-এর দশকে ফ্লপের পর ফ্লপ তাঁকে আড়ালে সরিয়ে দেয়।
কিন্তু ২০২০ সালে পরিচালক প্রকাশ ঝা-এর ওটিটি সিরিজ Aashram তাঁর জীবনে নতুন মোড় আনে। এই সিরিজে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এরপর ২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গা-এর ব্লকবাস্টার Animal-এ খলনায়কের ভূমিকায় ববি আবার বড়পর্দায় বাজিমাত করেন।
আজ The Ba***ds of Bollywood-এর মাধ্যমে ববি দেওল আবারও মূলধারায়। এক সময় যিনি প্রায় হারিয়ে গিয়েছিলেন, আজ সেই অভিনেতাই নিজের জেদ আর পরিশ্রমে বলিউডে ফিরেছেন নতুন অধ্যায় নিয়ে। তাঁর এই যাত্রা প্রমাণ করে — হার মানলে শেষ, আর উঠে দাঁড়ালে আবার শুরু।