গিরিশ পার্কে উদ্ধার শিক্ষানবিশ পাইলটের ঝুলন্ত দেহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: বৃহস্পতিবার সাতসকালে কলকাতায় রহস্যমৃত্যু! গিরিশ পার্কের একটি বাড়ি থেকে উদ্ধার হল শিক্ষানবিশ পাইলটের ঝুলন্ত দেহ। আজ, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গিরিশ পার্ক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, মৃত পাইলটের নাম সৌম্যাদিত্য কুন্ডু। বছর একুশের সৌম্যাদিত্য দক্ষিণ আফ্রিকায় পাইলটের প্রশিক্ষণ নেওয়ার পর কয়েক দিন আগে বাড়ি ফিরেছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাস্থলে পৌঁছে তরুণের দেহ উদ্ধার করে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
ঘটনাস্থল থেকে একটি ট্যাবও উদ্ধার হয়েছে। ট্যাবের পিছনে ইংরেজিতে লেখা রয়েছে, ‘লস্ট’। কেন এমন লেখা ছিল, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে কি মানসিক অবসাদে ভুগছিলেন সৌম্যাদিত্য? মেধাবী ছাত্র সৌম্যাদিত্য পাইলট প্রশিক্ষণ নিতে বিদেশেও গিয়েছিলেন তিনি। আগামী বছর ফের দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল তাঁর। তার আগেই মৃত্যু হল তাঁর।