নিজের বাড়িতেই ছুরি দিয়ে কোপানো হল সইফ আলি খানকে !
চুরি, না অন্য কোনও কারণে হামলা?
January 16, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গভীর রাতে সইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দুষ্কৃতীর। পুলিশ জানাচ্ছে বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী।
অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। পিঠে ধারালো কিছু গেঁথে ছিল, হাসপাতালে এলে তা বাইরে বার করেন ডাক্তাররা আহত সাইফ আলি খানকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। আপাতত তিনি স্থিতিশীল।
বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করেছে। চুরি, না অন্য কোনও কারণে হামলা? তদন্ত করছে বান্দ্রা থানার পুলিশ।
সইফ আলী খানের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।