বিশ্বজয়ী Team India: আবেগে কেঁদে ফেললেন অমিতাভ, রোহিত-বিরাটদের শুভেচ্ছা ভিকি-সলমান-আলিয়াদের

প্রায় ১৭ বছরের খরা কাটিয়ে অবশেষে T20 বিশ্বকাপ জয় করল ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শনিবার টি২০ বিশ্বকাপের বিজয়ী হয় মেন ইন ব্লু।

June 30, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় ১৭ বছরের খরা কাটিয়ে অবশেষে T20 বিশ্বকাপ জয় করল ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শনিবার টি২০ বিশ্বকাপের বিজয়ী হয় মেন ইন ব্লু। তারপর থেকেই গোটা দেশ ভাসছে উচ্ছ্বাসে। বাদ যায়নি তারকারাও। অমিতাভ থেকে শুরু করে ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, কাজল, রবিনা ট্যান্ডন, অনন্যা পাণ্ডে সহ অনেক তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টিমকে। সেইসঙ্গে আবেগময় শুভেচ্ছা জানিয়ে আনন্দ, উচ্ছ্বাসে ভেসেছিল ১৪০ কোটি ভারতীয়ও।

টিম ইন্ডিয়ার শুভেচ্ছা জানিয়ে X-এ অমিতাভ বচ্চন লিখেছেন, চোখের জল নিচের দিকে গড়িয়ে পড়ছে….টিম ইন্ডিয়ার এই আনন্দাশ্রুতে যেন সবাই এক হয়ে গিয়েছে। ইন্ডিয়া বিশ্বচ্যাম্পিয়ন। ভারতমাতার জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ”, টুইটারে এই কথাই লিখেছেন অমিতাভ বচ্চন।

ইন্সটাতে অভিনেতা কার্তিক আরিয়ান লিখেছেন, টিম ইন্ডিয়া হাল ছাড়েনি। আজ বিশ্বকাপ নয়, চিরকালের জন্য মন জিতে নিলেন। এ টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়”,

সোশ্যাল মিডিয়ায় অভিনেতা আয়ুষ্মান খুরানা একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, “আনন্দের অশ্রু! এই সময় ১৪০ কোটি মানুষের এক ‘জায়েন্ট হাগ’-এর। আহা কী ম্যাচ! কী ভালো একটা গ্রুপ! লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিল এই ভারতীয় দল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! ক্রিকেটের সুপার পাওয়ার…”

বিরাট-ঘরনী অনুষ্কা শর্মা তাঁর পোস্টে লেখেন, ‘টিভিতে সবাইকে কাঁদতে দেখে মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দুর্দান্ত জয়!’

অনুষ্কা আরও লেখেন “ আমি এই মানুষটিকে ❤️ ভালোবাসি বিরাট কোহলি। আপনাকে আমার বাড়ি ❤️ বলতে পেরে কৃতজ্ঞ – এখন এটি উদযাপন করার জন্য আমার জন্য এক গ্লাস ঝলমলে জল পান করুন! “

টিম ইন্ডিয়ার এই বিশ্বজয়ে উচ্ছ্বসিত কাজল লিখেছেন, “আমি এখনও চিৎকার করছি এবং আমার মুখ থেকে হাসি সরাতে পারছি না …. এত খুশি, এত গর্বিত!” এই ম্যাচে পারফর্ম করা অনেক নায়ক … সত্যিই দলগত প্রচেষ্টা! #worldchampions”

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন উচ্ছ্বসিত বরুণ ধাওয়ান, অনিল কাপুর, অনুপম খের, রবিনা ট্যান্ডন, রণদীপ হুডারাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen