ভারতীয় কন্যাদের বিশ্বজয়ে উচ্ছ্বাসিত বলিউড! রিচাদের সাফল্যে কী বললেন অমিতাভ থেকে শুরু করে অজয়, প্রিয়াঙ্কারা?

November 3, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:৫২: ২ নভেম্বর, নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেট দল ছিনিয়ে নিল তাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। স্টেডিয়াম তখন আনন্দে উচ্ছ্বসিত, ট্রফি হাতে মেয়েরা যেন গোটা দেশের কোটি মেয়েকে জিতিয়ে দিলেন এক লহমায়। এই জয় যেন পুরুষদের বিশ্বকাপ জয়ের থেকেও তৃপ্তিদায়ক ভারত বাসির কাছে। শক্তিশালি অস্ট্রেলিয়াকে সেমি ফাইনালে হারানোর পরেই সকল দেশবাসীর মনে একটা একটা আলাদাই আনন্দ কাজ করছিল! তবে ফাইনাল ম্যাচ যে তখনও বাকি। কিন্তু অবশেষে সেই ঝুলন, মিতালিদের অসম্পূর্ণ কাজটা করে দেখালেন রিচা, দীপ্তি, শেফালীরা। এই জয় সাধারণ জনগণ থেকে শুরু করে উচ্ছ্বসিত সিনেমা জগতের তারকারাও। অমিতাভ বচ্চন এই জয়ের পর লেখেন, “বিশ্বজয়ী তোমরা! কী যে গর্ব অনুভব করালে তোমরা আমাদের, বলে বোঝানো যাবে না। অভিনন্দন।” অনুষ্কা শর্মা টুইট করেন, “কী দুর্দান্ত জয়!” প্রিয়ঙ্কা চোপড়ার আবেগও প্রকাশ পেল তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে — “আমি সারাজীবন নীল পোশাকে নায়কদের দেখেছি। আজ আমি তাঁদেরই মেয়েদের রূপে দেখলাম।”

অজয় দেবগন জানান,“এই রাত আমি ভুলতে পারব না। এই দল দেখিয়ে দিয়েছে আত্মবিশ্বাস থাকলে কিছুই অসম্ভব নয়।” আর সুনীল শেট্টির কলমে ফুটে উঠল অনুপ্রেরণার বার্তা — “নীল জার্সির মেয়েরা জয়ের পিছনে ছোটেনি, তারা জয়কে নিজের করে নিয়েছে। আজ প্রতিটা ছোট্ট মেয়ে বলছে—আমরাও পারি, আমরাও বিশ্বজয়ী।”

জয়ের পরও সেই উচ্ছ্বাস কাটেনি ভারতীয় দলের। সোমবার সকালে ইনস্টাগ্রামে জেমাইমা রডরিগেজ পোস্ট করলেন কিছু ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি ও স্মৃতি মন্ধানা ট্রফি নিয়ে হোটেলের বিছানায় শুয়ে আছেন। ক্যাপশনে লিখেছেন, “গোটা বিশ্বকে শুভ সকাল।” আরেক ছবিতে রয়েছেন অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদবও। জেমাইমার ক্যাপশন, “এখনও কি স্বপ্ন দেখছি?”

স্পষ্ট এই জয়ের উচ্ছ্বাস কাটতে সময় লাগবে। কিন্তু একথা নিশ্চিত, এই জয় শুধু ট্রফি নয়, ভারতের প্রতিটি মেয়ের আত্মবিশ্বাসের নতুন অধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen