এই কারণে কঙ্গনার উপরে মারাত্মক রেগে গেলেন মুম্বইয়ের বহু তারকা!

অনেকেই মুম্বইয়ের সঙ্গে জুড়ে তাঁদের স্মৃতির কথা বলেছেন তো অনেকে আবার বলেছেন যে মুম্বই শহরটির গুরুত্বের কথা আবার অনেকে কঙ্গনাকে মনে করিয়ে দিয়েছেন যে এই শহরে থেকেই নিজের পরিচিতি বানিয়েছেন নায়িকা!

September 4, 2020 | 1 min read
Published by: Drishti Bhongi

কঙ্গনার উপরে মারাত্মক রেগে গেলেন মুম্বইয়ের অনেক তারকা৷ যার মধ্যে রয়েছেন সোনু সুদ, রীতেশ দেশমুখ, স্বরা ভাস্কর, দিয়া মির্জা, রেণুকা সাহানে৷ এবং রেগে সকলেই দিলেন কঙ্গনার মুখের উপর জবাব৷ তবে কঙ্গনাও থেমে থাকলেন না৷ তিনিও প্রত্তুত্তর করেছেন৷ মুম্বই নাকি পাক অধিকৃত কাশ্মীর! কঙ্গনার এমন বক্তব্যের পর অনেকেই আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি৷ সরাসরি এর প্রতিবাদ করেছেন৷ অনেকেই মুম্বইয়ের সঙ্গে জুড়ে তাঁদের স্মৃতির কথা বলেছেন তো অনেকে আবার বলেছেন যে মুম্বই শহরটির গুরুত্বের কথা আবার অনেকে কঙ্গনাকে মনে করিয়ে দিয়েছেন যে এই শহরে থেকেই নিজের পরিচিতি বানিয়েছেন নায়িকা!

এদের মধ্যে সোনু সুদ যেমন বলেছেন যে, মুম্বই শহর ভাগ্য বদলে দেয়, সেলাম করলে সেলাম মিলবে৷ কঙ্গনার উদ্দেশেই তাঁর এমন বক্তব্য৷ সোনু শুধু যে অভিনেতা হিসেবে মুম্বইতে রয়েছেন, তা নয়৷ এই অতিমারির সময় তিনি ভীষণভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে৷ মুম্বইবাসীর কাছ থেকে তিনি পেয়েছেন অসম্ভব ভালবাসা৷

অন্যদিকে রেণুকা সাহানে তো রীতিমতো কঙ্গনার টিমকে ট্যাগ করেই রেখেছেন তাঁর কড়া বক্তব্য৷ তিনি বলছেন যে এমন তুলনা অবান্তর এবং মুম্বইকর হিসেবে তিনি মোটেও এটা মানতে পারেন না৷ এটা বলেই তিনি থামেননি৷ বলেছেন যে তিনি কঙ্গনার থেকে আরও ভাল কিছু আশা করেছিলেন৷ যদিও তাঁকে কঙ্গনাও জবাব দিয়েছেন এবং বলেছেন যে, তিনিও রেণুকার সম্বন্ধে যা ভাবতেন সেটা ভুল৷ কারণ রেণুকাও অন্যদের মতোই কথা বলছেন৷

কঙ্গনার কথায় রেগেছেন উর্মিলাও৷ বলছেন, যথেষ্ট হয়েছে৷ মহারাষ্ট্র দেশের সাংস্কৃতিক ও বুদ্ধিজীবীদের পীঠস্থান৷ প্রচুর মানুষ মুম্বইয়ে এসে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন৷ এভাবে অকৃতজ্ঞ হওয়া উচিৎ নয়, তাঁর মত৷

প্রতিবাদে সোচ্চার হয়েছেন দিয়া মির্জা, রীতেশ দেশমুখ এবং স্বরা ভাস্কর৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen