ইন্ডিগোর বিমানে বোমা হামলার হুমকি, দিল্লি-মুম্বই-সহ ৫ বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট

November 12, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩৫: লালকেল্লায় বিস্ফোরণের ঘটনার পর মাত্র দুই দিনের মাথায় ফের বোমা হামলার হুমকি! এবার লক্ষ্য ইন্ডিগো এয়ারলাইন্স। বুধবার বিকেলে সংস্থার গুড়গাঁওয়ের সদর দপ্তরের অফিসিয়াল ইমেল আইডিতে একটি ইমেল আসে, যাতে ইন্ডিগো ফ্লাইট (Indigo Flight) এবং দিল্লি, মুম্বই, চেন্নাই, তিরুবনন্তপুরম ও হায়দ্রাবাদ বিমানবন্দরে সম্ভাব্য হামলার হুমকি দেওয়া হয়।

ইমেল পাওয়ার পরই ওই পাঁচটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে জারি করা হয় হাই অ্যালার্ট। বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা, তৎপর হয় সংশ্লিষ্ট প্রশাসন। ইন্ডিগো (Indigo) সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে তিনটে নাগাদ ইমেলটি আসে এবং তাতে উল্লেখ ছিল একাধিক স্থানে সম্ভাব্য বিস্ফোরণের পরিকল্পনার কথা। নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, ইমেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর এমন হুমকিকে হালকা ভাবে নিচ্ছে না প্রশাসন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে বিমানবন্দর, রেলস্টেশন এবং জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিও সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, এয়ার ইন্ডিয়ার মুম্বই-বারাণসী ফ্লাইটেও বোমা হামলার হুমকি আসে। এর জেরে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় জরুরি মোকাবিলা টিম। তবে তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক না পাওয়ায় বিমানটিকে সুরক্ষিত ঘোষণা করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen