অরিজিৎ সিংয়ের কণ্ঠস্বর নকল! কী নির্দেশ বম্বে হাইকোর্টের?

গায়ক অরিজিৎ সিংয়ের এক আবেদনের প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট জানিয়েছে, বাণিজ্যিক বা ব্যক্তিগত স্বার্থে কোনওভাবেই একজন মানুষের ব্যক্তিত্বের অধিকারকে লঙ্ঘন করা যাবে না।

August 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। ক্রেডিট: ফেসবুক/অরিজিৎ সিং

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে অরিজিৎ সিংয়ের কণ্ঠস্বর নকল করার অভিযোগ উঠল। বিনা অনুমতিতে অরিজিতের গান গাওয়ার ভঙ্গি নকল করা হচ্ছে, সই নকল করা হচ্ছে। গায়ক অরিজিৎ সিংয়ের এক আবেদনের প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট জানিয়েছে, বাণিজ্যিক বা ব্যক্তিগত স্বার্থে কোনওভাবেই একজন মানুষের ব্যক্তিত্বের অধিকারকে লঙ্ঘন করা যাবে না।

২৬ জুলাই শুনানিতে বিচারপতি রিয়াজ চাগলা বলেন, বাণিজ্যিক স্বার্থে একজন সেলেব্রিটির ব্যক্তিত্বকে নষ্ট করা যায় না। ওয়েবসাইটে গ্রাহকদের আকর্ষণ করতে, সেলেব্রিটির জনপ্রিয়তাকে ব্যবহার করা হয়েছে, বিনা অনুমতিতে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অরিজিতের কণ্ঠ-সহ কোনও কিছুই মিডিয়ার অনলাইন প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন-সহ কোনও ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

জনপ্রিয় গায়ক অভিযোগ করেছিলেন, বিনা অনুমতিতে একাধিক AI ক্রিয়েটর তাঁর কণ্ঠ এবং গান গাওয়ার ধরনকে ব্যবহার করেছে। কিছু অনলাইন প্ল্যাটফর্ম নিজেদের পণ্য তাঁর ছবি, সই-সহ বিক্রি করছে। তাঁর নামে একাধিক ওয়েবসাইট চলছে। বিনা অনুমতিতে এসব হচ্ছে। অরিজিতের আইনজীবী হিরেন কামোদ বলেন, তাঁর মক্কেল বেশ কয়েক বছর কোনও ব্র্যান্ড এনডোর্সমেন্টের সঙ্গে যুক্ত নন। বম্বে হাইকোর্ট এসব জিনিস সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ২ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen