বনমহোৎসব ২০২৫: রাজ্যজুড়ে উদ্‌যাপিত হচ্ছে সবুজ উৎসব, মমতার গানেই বার্তা প্রকৃতি রক্ষার

এবছরের বনমহোৎসবের অন্যতম আকর্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গান—“সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও”।

July 14, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৪: ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত সারা বাংলায় পালিত হচ্ছে বনমহোৎসব ২০২৫। প্রতিবছরের মতো এবারও রাজ্যজুড়ে এই ‘গাছের উৎসব’ উদ্‌যাপনের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পরিবেশ সচেতনতা বাড়াতে ও বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দিতে রাজ্য বনদপ্তরের উদ্যোগে আয়োজিত হয়েছে একাধিক কর্মসূচি।

এবছরের বনমহোৎসবের অন্যতম আকর্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গান—“সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও”। গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। গানটির ভিডিওতে তুলে ধরা হয়েছে বাংলার প্রাকৃতিক বৈচিত্র্য—সুন্দরবনের বনাঞ্চল, উত্তরবঙ্গের চা বাগান, দিঘার সমুদ্রতট, পুরুলিয়ার পাহাড়, কাশফুল, টিপটিপ বৃষ্টি ও বন্যপ্রাণী।

শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠান দিয়েই উৎসবের সূচনা হয়। ভিডিওতে মুখ্যমন্ত্রীর বৃক্ষরোপণের দৃশ্যও রয়েছে, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ৪.৫ লক্ষ বিঘা জমিতে বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ‘সবুজশ্রী’ প্রকল্পের মাধ্যমে ২০১৬ সালের মে মাস থেকে এ পর্যন্ত রাজ্যজুড়ে মোট ৬৫ লক্ষ ৭১ হাজার ৪১৫টি চারাগাছ বিতরণ করা হয়েছে নবজাতকদের মায়েদের হাতে, পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে।

রাজ্য সরকারের পক্ষ থেকে চলতি বনমহোৎসব উপলক্ষে শুরু হচ্ছে ব্যাপক বৃক্ষরোপণ ও বীজ বিতরণ কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে শনিবার অরণ্য ভবন ও শিলিগুড়ি থেকে সবুজ বার্তাবাহী ট্যাবলো যাত্রা শুরু করে। এই ট্যাবলোগুলির উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। কলকাতার নানা প্রান্তে ঘুরে বেড়াবে এই ট্যাবলো, যা পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেবে মানুষের কাছে।

এই উৎসবের মূল উদ্দেশ্য বনাঞ্চল সংরক্ষণ, বৃক্ষচ্ছেদন রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। স্কুল, কলেজ ও স্বেচ্ছাসেবী সংস্থার অংশগ্রহণে সারা রাজ্যে চলবে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen