জুলাইয়ে সম্ভব নয় কলকাতা বইমেলা, বলেছেন আয়োজকরাই

জুলাইয়ে যে মেলা হচ্ছে না, তা বলাই যায়। তবে, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেতের দিকে তাকিয়ে রয়েছি।

July 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা (Covid19) সংক্রমণ কমলেও দূর হয়নি আশঙ্কা। যা পরিস্থিতি, তাতে পূর্ব ঘোষণা মতো জুলাইয়ের শেষে কলকাতা বইমেলা আয়োজন করা সম্ভব নয়, মনে করছেন আয়োজকরা।

আন্তর্জাতিক কলকাতা বইমেলার (Kolkata Book Fair) আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে বলেন, আমাদের মতো করে আমরা তৈরি ঠিকই। সবার সঙ্গেই যোগাযোগ রয়েছে। তবে, আমাদের থিম কান্ট্রি ‘বাংলাদেশ’। সেখানে করোনা পরিস্থিতি ভয়াবহ।

তাছাড়া, এখানে ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপিত রয়েছে। তাতে ৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তবে, সেটা উঠলেও সেই সময় প্রস্তুতি শুরু করে অবশ্য জুলাইয়ের মধ্যে মেলা আয়োজন করা সম্ভব হবে না।

ফলে, জুলাইয়ে যে মেলা হচ্ছে না, তা বলাই যায়। তবে, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেতের দিকে তাকিয়ে রয়েছি। তিনি সেটা দিলেই আমরা পুজোর আগে বা নভেম্বরে মেলা আয়োজন করতে পারি। যখনই হোক, মেলা আয়োজন করাটা খুবই জরুরি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen