মুক্তচিন্তায় হস্তক্ষেপ! জম্মু ও কাশ্মীরে নিষিদ্ধ সুমন্ত্র বোস, অরুন্ধতী রায়দের বই
সব মিলিয়ে মোট ২৫টি বইয়ের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৭: জম্মু ও কাশ্মীরে নিষিদ্ধ করা হল অরুন্ধতী রায়, এজি নুরানি সহ একাধিক বিখ্যাত লেখকের বই। আপত্তিকর বিষয়বস্তু অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে মোট ২৫টি বইয়ের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের লেফটন্যান্ট গর্ভনর মনোজ সিনহার জারি করা নির্দেশিকা অনুযায়ী, ‘এই বইগুলি জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে মিথ্যে প্রচার করছে। যা যুবসমাজের মননে গভীর প্রভাব ফেলবে। ফলে বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’ নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘চিহ্নিত বইগুলিতে বিচ্ছিন্নতাবাদকে উস্কানি দেওয়া হয়েছে। যা ভারতের অখণ্ডতাকে বিপন্ন করতে পারে।’
নিষিদ্ধ হওয়া বইয়ের তালিকায় রয়েছে, সংবিধান বিশেষজ্ঞ নুরানির লেখা ‘দ্য কাশ্মীর ডিসপিউট’, সুমন্ত্র বোসের ‘কাশ্মীর অ্যাট দ্য ক্রসরোডস অ্যান্ড কনটেস্টেড ল্যান্ডস’, ডেভিড দেবাদাসের ‘ইন সার্চ অব আ ফিউচার: দ্য কাশ্মীর স্টোরি’, অরুন্ধতী রায়ের ‘আজাদি’, ‘ডিসম্যান্টলড স্টেট’, সাংবাদিক অনুরাধা ভাসিনের ‘দ্য আনটোল্ড স্টোরি অব কাশ্মীর আফটার আর্টিকেল ৩৭০’ ইত্যাদি বই। বই নিষিদ্ধ হওয়ায় তাজ্জব সাহিত্য মহল। উঠছে, কণ্ঠ রোধের অভিযোগ। লেখক-সাহিত্যিক মহলের প্রশ্ন, বইয়ের বিষয়বস্তু কি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে?