পরিবারের আপত্তি, নেতাজি ভবনে বিজেপি তকমা বর্জন করেই প্রবেশ মোদীর

কথা ছিল বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত এবং মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী তাঁর সঙ্গে নেতাজি ভবন যাবেন।

January 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ নেতাজির(Netaji) ১২৫তম জন্মজয়ন্তী। দিনটিকে যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হচ্ছে দেশজুড়ে। আজ বেশ কিছু কর্মসূচি নিয়ে কলকাতা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। জাতীয় গ্রন্থাগার(National Library) ও ভিক্টোরিয়া মেমোরিয়ালে(Victoria Memorial) অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি, নেতাজি ভবনেও(Netaji Bhavan) গেলেন প্রধানমন্ত্রী।

কথা ছিল বিজেপি(BJP) নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)এবং মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী(Kailash Vijayvargiya) তাঁর সঙ্গে নেতাজি ভবন যাবেন। কিন্তু, এই পরিকল্পনায় বাধা দেন নেতাজির পৌত্র সুগত বসু(Sugata Basu)। তিনি জানিয়ে দেন, মোদী আসতে চাইলে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবেই আসতে হবে, বিজেপি নেতা হিসেবে নয়। সেই অনুরোধকে মান্যতা দিয়ে মোদী একাই নেতাজি ভবনে এলেন আজ।

উল্লেখ্য, আজ সকালে শ্যামবাজার থেকে শোভাযাত্রার পূর্বে নেতাজি ভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen