৭৫তম বর্ষে বোসপুকুর শীতলা মন্দির তৈরি করছে ভাঁড়ের প্যান্ডেল

শীতলা মন্দির করছে দু’টি মণ্ডপ। একটি ২০০১ সালের ভাঁড়ের প্যান্ডেল। অন্যটি বর্তমান থিমের। এবারের থিমের নাম ‘সঞ্চয়’।

September 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বোসপুকুর শীতলা মন্দির ফের ভাঁড়ের প্যান্ডেল তৈরি করছে। ২০০১ সালে ভাঁড়ের প্যান্ডেল গড়ে বাংলায় শোরগোল ফেলে দিয়েছিলেন বন্দন রাহা। এবার শীতলা মন্দিরের পুজোর ৭৫তম বর্ষ। ২৩ বছর আগের ভাঁড়ের প্যান্ডেলটির প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে চাইছেন উদ্যোক্তারা। শীতলা মন্দির করছে দু’টি মণ্ডপ। একটি ২০০১ সালের ভাঁড়ের প্যান্ডেল। অন্যটি বর্তমান থিমের। এবারের থিমের নাম ‘সঞ্চয়’।

থিমের প্যান্ডেল বানিয়ে গোটা বিশ্বের বাঙালিকে চমকে দিয়েছিলেন বন্দন। পরবর্তীকালে উদ্যোক্তাদের ভাবনা পাল্টাতে শুরু করে। বন্দনবাবু মারা গিয়েছেন। তাঁর সৃষ্টি অমর করে রেখেছে তাঁকে। ২০০১ সালে শীতলা মন্দির ৮৫ ফুট উঁচু মণ্ডপ তৈরি করে পাল্টে দিল পুজোর চালচিত্র। ভাঁড়ের প্যান্ডেলের জনপ্রিয়তা আজও ছাপিয়ে যেতে পারেনি।

বোসপুকুর শীতলামন্দিরের পুজোর ভাবনা ‘সঞ্চয়’। মাঠেই হচ্ছে আরও এটি মণ্ডপ। যা ২০০১ সালের সেই ভাঁড়ের প্যান্ডেলের অনুকরণ। থিম শিল্পী অনির্বাণ দাস। এবার শীতলামন্দিরের পুজো উদ্যোক্তারা নিজেরাই নিজেদের পুরনো পুজোকে সম্মান দিয়ে ফিরিয়ে আনছেন ২৩ বছর পর। থাকছে জোড়া মণ্ডপ ও জোড়া প্রতিমা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen