Parliament Monsoon Session: বাদল অধিবেশনের চতুর্থদিনেও মুলতুবি দুই কক্ষ
বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যুতে একজোট হয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদ অধিবেশন মুলতুবি করে দিতে হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৮: বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নিগ্রহ এবং বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে ফের সংসদে সরব হল তৃণমূল কংগ্রেস। বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যুতে একজোট হয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদ অধিবেশন মুলতুবি করে দিতে হয়। প্রথমে দুটো পর্যন্ত লোকসভা মুলতুবি করা হয়। ফের শুরু হলে তা আবার আগামীকাল অবধি মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাও মুলতুবি করে দেওয়া হয়।
বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন ইস্যুতে প্রথম সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের বাকি দলগুলিও এ নিয়ে সরব হয়। সংসদে আলোচনার দাবি জানিয়েছে ইন্ডিয়া জোটের শরিকেরা। আজ, বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। সংসদ শুরুর সঙ্গে সঙ্গেই বিহারে SIR বাতিলের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন বিরোধীরা। ওয়েলে নেমে নিয়ে বিক্ষোভও দেখান বহু সাংসদ। বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দিতে হয় দুপুর দুটো পর্যন্ত। রাজ্যসভাতেও একই পরিস্থিতি।
সংসদের বাইরেও সম্মিলিত ইন্ডিয়া জোট এই ইস্যুতে বিক্ষোভ দেখানো শুরু করে। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, ডিএমকে সহ ইন্ডিয়া জোটের সব শরিক ওই বিক্ষোভে শামিল হয়। কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধীও যোগ দেন। বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে স্লোগান দেন বিরোধীরা।
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নিগ্রহ নিয়েও এদিন সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতেও স্লোগান দেন তৃণমূল সাংসদরা। জানা যাচ্ছে, তৃণমূলের দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে সংসদে বাংলাতেই বলবেন দলের সাংসদরা।