Parliament Monsoon Session 2025: হৈহট্টগোলে আজও মুলতুবি সংসদের দুই কক্ষ

মল্লিকার্জুন খাড়গে স্পিকারকে পাঠানো চিঠি মিডিয়ার সামনে প্রকাশ করে অভিযোগ করেন, CISF মোতায়েন করা হয়েছিল বিরোধী সাংসদদের প্রতিবাদে বাধা দিতে।

August 5, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
Both houses of Parliament still adjourned amid uproar
Both houses of Parliament adjourned today amid uproar

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.২১: বিরোধীদের হৈ হট্টগোলে আজও উত্তাল হয় লোকসভা ও রাজ্যসভা। লোকসভায় আজও বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে বিতর্কের দাবি উঠেছে।টানা হট্টগোলে লোকসভার কার্যকলাপ দিনভর স্থগিত রাখতে হয়।স্থগিত হওয়ার আগে, অধিবেশন পরিচালনাকারী চেয়ার বিরোধী সদস্যদের স্মরণ করিয়ে দেন যে, বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একটিও বিল পাশ করানো সম্ভব হয়নি, কারণ প্রতিদিনই আলোচনায় বাধা সৃষ্টি করা হয়েছে।

এদিন শুরু থেকেই রাজ্যসভায় CISF মোতায়েনের অভিযোগ ঘিরে বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এই অভিযোগের জেরে বিজেপি-র নেতা জে পি নাড্ডা বিরোধী সাংসদদের কড়া ভাষায় ভর্ৎসনা করে বলেন, “আমি বহুবার বলেছি, আমি ৪০ বছরেরও বেশি সময় বিরোধী দলে ছিলাম। ওনাদের উচিত আমার কাছে হাউসের আচরণবিধি শেখার জন্য টিউশন নেওয়া। আমি ওদের শেখাব, বিরোধী দলে থেকে কীভাবে আচরণ করতে হয়। আপনারা তো মাত্র ১০ বছর হল এখানে রয়েছেন। ৩০-৪০ বছর থাকতে হবে এরপর। এটা শুধু বাধা নয়, এটা অরাজকতা (anarchism)।”

মল্লিকার্জুন খাড়গে স্পিকারকে পাঠানো চিঠি মিডিয়ার সামনে প্রকাশ করেছেন, যার জেরে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। চিঠিতে খাড়গে অভিযোগ করেন, CISF সদস্যদের মোতায়েন করা হয়েছিল বিরোধীদের সাংসদদের প্রতিবাদে বাধা দিতে।

যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন ডেপুটি চেয়ারম্যান এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু দুজনেই। রিজিজু জানিয়েছেন, “শুধুমাত্র সংসদের নিজস্ব সিকিউরিটি টিমই মোতায়েন ছিল, CISF ছিল না।” তিনি আরও অভিযোগ করেন, খাড়গে সংসদকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন। এই প্রসঙ্গে ডেপুটি চেয়ারম্যান স্পষ্টভাবে জানান, “আমি পরিষ্কার করে বলতে চাই, প্রয়োজনে কেবল সংসদের নিরাপত্তারক্ষীরাই সংসদকক্ষে ঢুকতে পারে। কোনও CISF জওয়ান এতে জড়িত ছিল না।”

অবশেষে দুপুর ২টোর পর সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen