মুসলিমদের থেকে জিনিস কিনলেই ৫১০০ টাকা জরিমানা – বিতর্কে মোদীর রাজ্য গুজরাত

উদয়পুরের ঘটনায় অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তের দায়িত্ব নিয়েছে এনআইএ। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার তদন্ত রাজস্থানেই হবে।

July 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

উদয়পুরের ঘটনায় উত্তাল গোটা দেশ। এর মধ্যেই এলাকার মুসলিম ফেরিওলাদের থেকে জিনিস কেনার উপর নিষেধাজ্ঞা জারি হল মোদীর রাজ্য গুজরাতে। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই নির্দেশিকা। তাতে বলা হয়েছে, মুসলিম ফেরিওয়ালাদের থেকে কোনও জিনিস কিনলে প্রশাসনের তরফে ৫১০০ টাকা জরিমানা করা হবে। নির্দেশিকায় গুজরাটের বনাসকাঠা প্রশাসনের সরকারি প্যাডে নির্দেশিকাটি ছাপা হয়েছে।

তবে এই নির্দেশিকাকে ভুয়ো বলে জানিয়েছে বনাসকাঠা জেবা বিকাশ আধিকারিক। তিনি স্পষ্টভাবে জানান, ‘ওই নির্দেশিকায় প্রশাসনের তরফে যার সাক্ষর রয়েছে তার এরকম নির্দেশ দেওয়ার অধিকারই নেই। কাউকে এর কোনও পালন করতে হবে না। সরকার থেকে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি।’ একইসঙ্গে এমন ভুয়ো খবর ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

উদয়পুরের ঘটনায় অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তের দায়িত্ব নিয়েছে এনআইএ। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার তদন্ত রাজস্থানেই হবে। ঘটনায় ধৃতদের সেখানেই জেরা করা হবে, দিল্লি আনা হবে না। জয়পুরের বিশেষ এনআইএ আদালতে মামলার শুনানি হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen