এমবাপে ম্যাজিকে মুগ্ধ রোনাল্ডো, কাতারের কাপযুদ্ধে ফ্রান্সই বাজি ব্রাজিলের কিংবদন্তির

ব্রাজিল বিদায় নিলে, দুর্বার গতিতে ছুটছে ফ্রান্স। কাপ জয়ের জন্যে রোনাল্ডো ফ্রান্সকেই এগিয়ে রাখছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে রোনাল্ডো সাফ জানিয়েছেন, ফ্রান্সই এবারের কাপ যুদ্ধে অন্যতম ফেভারিট।

December 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ২০ বছর ট্রফি আসেনি ব্রাজিলের ঘরে। আরও যোগ হল ৪ বছরের প্রতীক্ষা। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে শেষ ট্রফি জিতেছিল সেলেকাওরা। তারপর থেকে বারেবারে বিশ্বকাপে ব্যর্থতার মুখ দেখেছে ব্রাজিল। ব্রাজিলের লাগাতার ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন ব্রাজিলের অন্যতম সেরা তারকা রোনাল্ডো নাজারিও।

এল ফেনোমেননের ভবিষ্যদ্বাণী ছিল, ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। ব্রাজিল বিদায় নিলে, দুর্বার গতিতে ছুটছে ফ্রান্স। কাপ জয়ের জন্যে রোনাল্ডো ফ্রান্সকেই এগিয়ে রাখছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে রোনাল্ডো সাফ জানিয়েছেন, ফ্রান্সই এবারের কাপ যুদ্ধে অন্যতম ফেভারিট। ব্রাজিলের তারকার কথায়, কাপ জেতার জন্যে এমবাপেরা ফেভারিট। ওদের দলে, আক্রমণ, মাঝমাঠ এবং রক্ষণভাগ, সব জায়গাই অত্যন্ত ভালো।

কিলিয়ান এমবাপের ভূয়সী প্রশংসা করেছেন রোনাল্ডো। তিনি বলেন, এমবাপেকে (Kylian Mbappé) দেখে তাঁর নিজের কথা মনে পড়ে যায়। তিনি মনে করছেন বিশ্বকাপের সেরা ফুটবলার হতে পারেন ফ্রান্সের তরুণ তারকা। ব্রাজিলীয় কিংবদন্তির কথায়, ওকে দেখে নিজের খেলার দিনগুলোর কথা মনে পড়ে তাঁর। ফ্রান্স নিয়ে এতো কথা বললেও, লিওদের নিয়ে কিছুই বলেননি রোনাল্ডো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen