আগেই বলেছিলেন মমতা, আর জি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ হাই কোর্টের
August 13, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিশ এবং হাসপাতালের ভূমিকা সন্তোষজনক নয়। গোটা ঘটনার তদন্তভার দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। হাই কোর্ট জানিয়েছে, আদালতের পর্যবেক্ষণে হবে তদন্ত।
হাই কোর্টের নির্দেশ, কলকাতা পুলিশ মামলায় আর তদন্ত করবে না। আদালতে উপস্থিত সিবিআই আধিকারিককে কেস ডায়রি হস্তান্তরের নির্দেশ দেন প্রধান বিচারপতি। পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে সিবিআইকে।