জখম মুখ্যমন্ত্রীর কপালে সেলাই, চিকিৎসার পর ফিরলেন বাসভবনে

তৃণমূলের সমাজমাধ্যমে আহত মুখ্যমন্ত্রীর কিছু ছবি পোস্ট করা হয়েছে।

March 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কপালে সেলাই করা হবে ।তৃণমূলের সমাজমাধ্যমে আহত মুখ্যমন্ত্রীর কিছু ছবি পোস্ট করা হয়েছে।

তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে এই দুর্ঘটনা ঘটেছে। সেখানেই কোনও ভাবে পড়ে যান তিনি। তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর ক্ষত বেশ গভীর। কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিটি স্ক্যান করানো হবে বলে খবর। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযে কপালে চারটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসার পর তাঁকে তাঁর বাসভবনে নিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে। হুইল চেয়ারে করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের ওপিডি বিল্ডিংয়ে। তখন মুখ্যমন্ত্রীর মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen