প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

তিনি এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন – সংসদের উচ্চ কক্ষে ৩৩ বছরের মেয়াদ শেষ করেন।

December 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহকে দিল্লির AIIMS-এ ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার বয়স ৯২।

ভারতীয় অর্থনীতিকে উদারীকরণ করেছিলেন ডাঃ মনমোহন সিংহ। ভারত-মার্কিন পারমাণবিক চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ভারতীয় অর্থনীতি ২০০৮ সালের মন্দা থেকে বেঁচে গিয়েছিল।

ভারতের অর্থনৈতিক উদারীকরণের স্থপতি হিসাবে পরিচিত, মনমোহন সিংহ পিভি নরসিমা রাও (১৯৯১-১৯৯৬) সরকারের অর্থমন্ত্রী ছিলেন।

পরপর দুবার, সব মিলিয়ে ১০ বছর, ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে, তিনি উল্লেখযোগ্য মাইলফলকগুলির মধ্য দিয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন – সংসদের উচ্চ কক্ষে ৩৩ বছরের মেয়াদ শেষ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen