BREAKING লোকসভার ডেপুটি স্পিকার পদে INDIA- প্রার্থী ঠিক করতে পুরোধা রাহুল, অখিলেশ, অভিষেক

June 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভার ডেপুটি স্পিকার পদে যে INDIA জোটের দলগুলি যে প্রার্থী দিচ্ছে, তা নিয়ে কোনোও সংসয় নেই। সূত্রের খবর এই পদের জন্য INDIA থেকে একজন শক্তিশালী প্রার্থী দেওয়া হচ্ছে।

সূত্রের খবর এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেন যে INDIA জোটের উচিত এমন কাউকে বেছে নেওয়া যা ‘Out of the Box’ এবং যার নামের সঙ্গে একটি ‘শক্তিশালী বার্তা’ থাকবে। যান যাচ্ছে, এই নিয়ে আলোচনা করেছেন লোকসভায় বিরোধীপক্ষের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, INDIA জোটের ৪-৫টি শক্তিশালী মধ্যে ডেপুটি স্পিকার পদে প্রার্থীর নাম আলোচনা করা হয়েছে।
মনে করা হচ্ছে এই প্রার্থী কংগ্রেসের থেকে নাও হতে পরে। স্বাভাবিকভাবেই যে নামটি ওয়াকিবহাল মহলে ঘুরপাক কাছে তা হলো ফায়জাবাদের সমাজবাদী পার্টির সাংসদ , ৯-বারের বিধায়ক অবধেশ প্রসাদের নাম, যিনি অসংরক্ষিত আসন থেকে জয়ী দলিত সম্প্রদায়ের একমাত্র প্রার্থী ছিলেন।

সূত্রটির খবর, সংসদের কর্মসূচির ৩ দিন বাকি। যদি এই বিশেষ অধিবেশনে ডেপুটি স্পিকারের নির্বাচন না হয়, তাহলে INDIA জোট পরবর্তী অধিবেশনের জন্য চিঠি লিখবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen