Breaking সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌগত রায়
মাঝখানে অবস্থা এতই সংকটজনক ছিল যে, তাঁর চিকিৎসার জন্য ৫ সদস্যের টিম নিয়ে একটি মেডিকেল বোর্ড ও গঠন করা হয়েছে। এখন তিনি আগের থেকে অনেক ভালো আছেন। গতকাল বিকেলে তাঁকে সুস্থ ও প্রাণবন্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। ডাক্তাররা তার শারীরিক উন্নতিতে খুশি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:৫৩: তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায় (Saugata Roy) অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ (Trinamool MP)। গত ২২ জুন প্রথমে তাঁকে বেলঘরিয়ার হাসপাতাল ও পরে বেলভিউতে (Bellevue Clinic) ভর্তি করানো হয়। পটাশিয়ামের আধিক্য, শ্বাসনালিতে সংক্রমণ, কিডনির সমস্যা (Kidney issues) ও উচ্চ রক্তচাপ (high blood pressure) সহ একাধিক সমস্যা ছিল তাঁর। স্নায়ু রোগের সমস্যাও রয়েছে তাঁর।
মাঝখানে অবস্থা এতই সংকটজনক ছিল যে, তাঁর চিকিৎসার জন্য ৫ সদস্যের টিম নিয়ে একটি মেডিকেল বোর্ড ও গঠন করা হয়েছে। এখন তিনি আগের থেকে অনেক ভালো আছেন। সূত্রের খবর, গতকাল বিকেলে তাঁকে সুস্থ ও প্রাণবন্ত অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ডাক্তাররা তার শারীরিক উন্নতিতে খুশি।
দীর্ঘদিন, প্রায় এক মাসেরও বেশি সময় পর হাসপাতাল থেকে ফেরা, যেন এক নতুন জীবন প্রাপ্তি। তবে এখনই তিনি কাজে যোগদান করতে পারবেন না। এই মুহূর্তে তাঁকে ডাক্তারদের পরামর্শ মেনে চলতে হবে। সংসদের চলতি বাদল অধিবেশনে তিনি যোগ দেবেন না, তবে বাড়ি ফিরে আসতে পেরে খুশি এই বর্ষীয়ান নেতা ও তাঁর অনুগামীরা।