BREAKING বিধানসভায় হইহট্টগোলের জের, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ চারজন BJP বিধায়ককে নিলম্বিত করলেন অধ্যক্ষ
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ তিনজন BJP বিধায়ককে নিলম্বিত করলেন অধ্যক্ষ
February 17, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধানসভায় হইহট্টগোলের জের পদ্ম পার্টির চার বিধায়ককে নিলম্বিত করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষের দিকে কাগজ ছোড়ার ‘শাস্তি’ হিসাবে অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির চার বিধায়ককে। আগামী ৩০ দিনের জন্য সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ।