#Breaking প্রয়াত বসিরহাটের সাংসদ হাজি নূরুল ইসলাম

September 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত বসিরহাটের সাংসদ ও হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম। আজ বেলা ১ টা নাগাদ বহেড়া, বারাসাত, উত্তর ২৪ পরগনায় তাঁর প্রয়াণ হয়েছে।

এপ্রিল মাসে নিজের কেন্দ্রে লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ৬০ বছর বয়সি হাজি নুরুল। প্রচার শেষের আগেই বাড়ি ফিরে যান। তার পর রবিবার বাড়িতেই ছিলেন। যকৃতের ক্যানসারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। অসুস্থতা বাড়লে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতার বেসরকারি হাসপাতালে রবিবারই ভর্তি করানো হয় হাজি নুরুলকে।

হাজি নুরুল ইসলাম ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৪ সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে লড়ে পরাজিত হয়েছিলেন তিনি। পরে, ২০১৬ সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।

২০২৪ সালে তিনি আবার বসিরহাট কেন্দ্রে লোকসভা ভোটে জিতে সাংসদ নির্বাচিত হন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen