প্রথমবার ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, মোদীর সঙ্গে কী কী বিষয়ে হতে পারে আলোচনা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: আগামী ৮ অক্টোবর দু’দিনের সফরে নয়াদিল্লি আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Keir Starmer)। সূত্রের খবর অনুযায়ী, ৯ অক্টোবর তাঁর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি স্টার্মারের প্রথম আনুষ্ঠানিক ভারত সফর, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, নিরাপত্তা, প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। পাশাপাশি, ভারত-ব্রিটেন (India-Britain) সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে উচ্চপর্যায়ের আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া CETA চুক্তি ও ‘Vision 2035’ রোডম্যাপ নিয়েও আলোচনা হতে পারে। সফরকে ঘিরে কূটনৈতিক মহলে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
স্টার্মারের সফরকে ঘিরে নয়াদিল্লিতে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। দুই দেশের নেতৃত্বের এই সাক্ষাৎ ভবিষ্যতের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে।