সাম্বা জেলায় ৭ সন্দেহভাজন জইশ-ই-মহম্মদের জঙ্গি খতম করল BSF
ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষীদের একটি ঘাঁটিও। শুক্রবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে সেই চেষ্টা রুখে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্তত সাত জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষীদের একটি ঘাঁটিও। শুক্রবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বিএসএফের তরফে ওই সময়ের একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে।
শুক্রক্রবার ভোররাতের দিকে পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণের ফাঁকে এই ৭ জঙ্গি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর জইশের ৭ জঙ্গিকেই নিকেশ করে দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।